ত্রাণের দাবিতে মিরপুর সড়কে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

0

ত্রাণের দাবিতে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ করছেন পরিবহন শ্রমিকরা।

বৃহস্পতিবার বেলা ১১টায় দুই শতাধিক পরিবহন শ্রমিক মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ডে জড়ো হন। এর পর মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মিরপুর ১০ নম্বরে অবস্থান নেন।

জানা যায়, মিরপুর ১০ নম্বরে অবস্থান নিয়ে চারপাশের রাস্তা ব্যারিকেড দিয়ে সড়কে বসে পড়েন শ্রমিকরা। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা পরিবহন মিরপুর ১০ নম্বরে ঢুকতে দেননি শ্রমিকরা। যানবাহন নিয়ে কেউ এলে তাকে ফিরিয়ে দিচ্ছেন তারা।

দুপুর ১২টায় হাতে বিভিন্ন প্ল্যাকাড নিয়ে ১০ নম্বর ট্রাফিক পুলিশ বক্সের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকরা। হ্যান্ডমাইক দিয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঘোষণা দেন– ত্রাণ না নিয়ে তারা বাড়ি ফিরে যাবেন না।কয়েকজন শ্রমিক জানান, গত চার দিন বাসায় কোনো খাবার নেই। কেউ তাদের সাহায্য করেনি। শুধুই আশ্বাস দিয়েছে। অভাবের তাড়নায় অনেকে মোবাইল ফোনসহ ঘরের আসবাবপত্র বিক্রি করেছে। বিক্রি করার মতো আর কোনো কিছু তাদের ঘরে নেই।

এ সময় আশপাশে অনেক পুলিশ সদস্য উপস্থিত থাকলেও কোনো তৎপরতা চোখে পড়েনি।

মিরপুর ১০ নম্বরের টিআই নিজাম উদ্দিন বলেন, আন্দোলনরত শ্রমিকদের বলা হয়েছে, পল্লবী থানা থেকে তাদের তালিকা তৈরি করে ত্রাণ দেয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। পল্লবী থানার পিআই আফজাল হোসেন বলেন, পরিবহন শ্রমিকরা সকালে মিছিল নিয়ে ১০ নম্বরে গেছে। সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা এ ব্যাপারে ভালো বলতে পারবেন।

পল্লবী জোনের এসি জাহাঙ্গীর আলম বলেন, আমরা রোটেশন অনুযায়ী দায়িত্ব পালন করছি। আজকে আমার ডিউটি নেই। মিরপুর জোনের এসি এ ব্যাপারে ভালো বলতে পারবেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com