করোনা মোকাবেলায় জাতীয় ইন্সটিউটগুলোর সক্ষমতা বাড়াতে হবে : ডা. জাফরুল্লাহ

0

বৃহস্পতিবার ডিবিসি টিভির টকশোতে গণস্বাস্থ্য কেন্দ্রের এ ট্রাস্টি বলেন, করোনা মোকাবেলার ক্ষেত্রে কিট খুবই গুরুত্বপূর্ণ। এখানে কোনো মধ্যস্বত্ত্বভোগীকে আনা যাবে না। তবে সব নিয়ম-কানুন মেনেই সকল কাজ করা হবে।

তিনি বলেন, সময় এসেছে অন্যায় এবং ভুল ভ্রান্তিগুলোর পরিবর্তন আনার। ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে। সরকারকেও দ্রুত পদক্ষেপ নিতে হবে।

অনুষ্ঠানে ইমপালস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. জাহীর আল-আমিন বলেন, দেশের মানুষের ইগো সমস্যা রয়েছে। এ দুঃসময়ে মানুষের আচরণ পরিবর্তন করতে হবে। সব ধরনের ঝামেলা থেকে বেরিয়ে আসতে হবে।

সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেন, গণস্বাস্থ্যের কিটকে দ্রুত অনুমোদন দিতে হবে। সব কাজ শুরু করতে দিতে হবে। তাহলে দেশ এবং জনগণের উপকার হবে। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com