ফুলপুরে বাল্যবিয়ে ঠেকাতে বড় বোনকে আটক, অতঃপর মুক্তি
ময়মনসিংহের ফুলপুরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে ঠেকাতে তার বড় বোনকে আটক করা হয়। পরে বাল্যবিয়ে না দেওয়ার অঙ্গীকারনামা নিয়ে তাকে মুক্তি দেওয়া হয়।
বুধবার সন্ধ্যায় উপজেলার বড়শুনই গ্রামে এ ঘটনা ঘটে।জানা যায়, উপজেলার মোকামিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে মাড়াদেওরা গ্রামের এক ছেলের বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম দ্রুত সেখানে যান। এ সময় তার সঙ্গে ছিলেন ফুলপুর থানার ওসি (তদন্ত) মেহেদী হাসানসহ একদল পুলিশ। তারা বড়শুনই গ্রামে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে অভিযান চালান। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে বর ও কনের বাবাসহ বিয়ে বাড়ির অনেকেই পালিয়ে যান।
উপজেলা নির্বাহী অফিসার বাড়ির মুরুব্বিদের সঙ্গে কথা বলে বুঝিয়ে বিয়েটা বন্ধ করতে চাইলেও কাউকে না পেয়ে ছাত্রীর বড় বোনকে আটক করে থানায় নিয়ে যান। পরে ছাত্রীর বাবাসহ অন্যান্য অভিভাবকরা থানায় গেলে বাল্যবিয়ে না দিতে তাদের বুঝিয়ে অঙ্গীকারনামা গ্রহণ করেন ও বাল্যবিয়ে বাতিল করেন।