দে‌শে ৩০২ নার্স ক‌রোনায় আক্রান্ত

0

সারা দে‌শে ৩০২ নার্সের শরী‌রে ক‌রোনা ভাইরাস সনাক্ত হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস সংগঠন।

বুধবার (২৯ এপ্রিল) সংগঠন‌টির মহাসচিব সাব্বির মাহমুদ তিহান এ তথ্য জানান।

সা‌ব্বির মাহমুদ ব‌লেন, `ঢাকায় ২৫৬ জন, ময়মনসিংহ ২৪, বরিশাল ৪, রংপু‌রে ৪, সি‌লে‌ট ২ জন , খুলনায় ৭, রাজশ‌াহী‌তে ৫ জন নার্স করোনা ভাইরাসে আক্রান্ত। ৪৩টি সরকারি হাসপাতালে ১৯৫ জন, ২০টি বেসরকারি হাসপাতালে ১০৭ জনসহ মোট ৩০২ জন নার্সের শরীরে ক‌রোনা সনাক্ত হ‌লো। আক্রান্ত‌দের ম‌ধ্যে অন্তঃসত্ত্বা ৩ জন, আর সুস্থ হয়েছেন ৪ জন।’

সাব্বির মাহমুদ বলেন, ‘৪৩টি সরকারি হাসপাতাল ও ২০টি বেসরকারি প্রাইভেট হসপিটালের সর্বশেষ তথ্য অনুযায়ী এ হিসাব করা হয়েছে। সরকারি-বেসরকারি এসব হাসপাতাল ও ক্লিনিকে নানাভাবে করোনা আক্রান্তদের সংস্পর্শে গিয়েছিলেন এমন ৩০০ শতাধিক নার্স বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন।’

আক্রান্তের কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারি ও বেসরকারি হাসপাতালে শুরু থেকেই পর্যাপ্ত ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহ ও অন্যান্য সুরক্ষা সামগ্রী পর্যাপ্ত না থাকায় নার্সরা আক্রান্ত হচ্ছেন। তাছাড়া এদের মধ্যে অনেকেই করোনা রোগীদের সেবা দিয়েছেন। আবার অনেকেই আক্রান্ত সহকর্মীর থেকে আক্রান্ত হয়েছেন। করোনা রোগীদের সেবা দেয়া হাসপাতালে কর্মরত নার্সদের বাসস্থানেও আইসোলেশনের নিয়ম না মানায় দ্রুত সংক্রমণ ঘটছে।’ 

তিনি বলেন, ‘এছাড়া অনেক রোগী তথ্য গোপন করে চিকিৎসা নেয়ার ফলে সংক্রমনের ঝুঁকি বাড়ছে। হাসপাতালে রোগীর সবচেয়ে কাছাকাছি থেকে নার্সরা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নার্সিং গাইডলাইন অনুযায়ী সর্বোচ্চ সেবা দিয়ে থাকেন। তাই নার্সদের ঝুঁকি বিবেচনা করাই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com