জাতীয় স্বার্থের বিপক্ষে কাজ করছে ওষুধ প্রশাসন অধিদপ্তর: ডা.জাফরুল্লাহ
ওষুধ প্রশাসন অধিদপ্তর ব্যবসায়িক কারণে জাতীয় স্বার্থের বিপক্ষে কাজ করছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা.জাফরুল্লাহ চৌধুরী।
রবিবার বিকেলে ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, নানা অজুহাত দেখিয়ে গণস্বাস্থ্যের করোনা পরীক্ষার কীট গ্রহণ করেনি সরকার। আমরা জনগণের স্বার্থে শুধু সরকারের মাধ্যমে পরীক্ষা করে কীটটি কার্যকর কিনা তা দেখতে চেয়েছিলাম। কিন্তু সরকারিভাবে প্রতি পদে পদে পায়ে শিকল দেয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, গত ৪৮বছরে গণস্বাস্থ্য কাউকে ঘুষ দেয়নি, দেবে না। গণস্বাস্থ্যের উদ্ভাবিত কীট পরীক্ষা করতেও কাউকে ঘুষ দেব না। কিন্তু লড়াই করে যাব।