টেকনাফে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিল যুবদল ও ছাত্রদল

0

করোনা সংক্রমণ রোধে লকডাউন চলছে কক্সবাজার জেলায়। ফলে মাঠে কৃষকের পাকা ধান কাটার শ্রমিক মিলছে না।

এদিকে, দুই-এক দিনের মধ্যে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। ফলে পাকা ধান মাঠেই নষ্ট হওয়ার উপক্রম হয়েছে কৃষকদের।এমন অবস্থায় কৃষকের পাকা ফসল ঘরে তুলতে তাদের পাশে দাঁড়িয়েছে টেকনাফ উপজেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক হাফেজ শাহনেওয়াজের উদ্যোগে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার হাছাইন্না টেক গ্রামে তারা কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দেন।

হাফেজ শাহনেওয়াজ বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এ কারণে কৃষকের পাশে থেকে তাদের ধান কেটে সহায়তা করা হচ্ছে। 

কৃষকের ধান কাটায় সহযোগিতা করেন হোয়াইক্যং দক্ষিণ শাখা যুবদলের আহ্বায়ক জাকারিয়া, উপজেলা যুবদলের উপ-দফতর সম্পাদক সাদ্দাম হোসেন শাহীন, যুবনেতা আকতার হোসেন, ছাত্রনেতা জসিম উদ্দিন সিকদার, তারেক ইকবাল জিয়া, ছাত্রনেতা লাদেন খান, ইমাম হোসেন হোসেন, নূরুল আমিন ও ফারুক খান প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com