লকডাউন ভেঙে ত্রাণের জন্য সড়ক অবরোধ
ত্রাণের দাবিতে লকডাউন ভেঙে গাইবান্ধা-পলাশবাড়ী উপজেলা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে যাওয়া দিনমজুররা।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নতুন জেলখানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন দুই শতাধিক নারী-পুরুষ। এ সময় সড়কের দুই পাশে জরুরি পরিবহন কাজের ট্রাকসহ অন্যান্য যানবাহন আটকে পড়ে।
বিক্ষোভকারী দিনমজুররা জানান, ২৬ মার্চ সাধারণ ছুটি শুরুর দিন থেকে তারা কর্মহীন। কারও কাছে গেলে কাজ দেয় না। কেউ যানবাহন নিয়ে রাস্তায় বের হলেই টায়ারের হাওয়া ছেড়ে দিয়ে মারধর করা হয়। ফলে এক মাস ধরে খেয়ে না খেয়ে জীবনযাপন করছেন তারা। অনেকেই ঋণ করে সংসার চালাচ্ছেন। ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে যোগাযোগ করেও আজ পর্যন্ত ত্রাণ পাননি তারা।