বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের উদ্যোগে দেশব্যাপী বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ

0

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লকডাউনসহ জনজীবনে যে দুর্বিষহ অবস্থা বিরাজ করছে, এই দুর্যোগময় মূহুর্তে বাংলাদেশের নিরন্ন, দুস্থ ও নিন্ম আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠন মাসব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করা হলো-

বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নির্দেশ ও সহযোগিতায় ঠাকুরগাঁও জেলা বিএনপি কর্তৃক করোনাভাইরাস মহামারীতে ক্ষতিগ্রস্ত এবং বিভিন্ন সময় দলের আহত ও নির্যাতিত নেতাকর্মীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সভাপতি মুক্তিযোদ্ধা মো. তৈমুর রহমান, সহ-সভাপতি জনাব নূর এ শাহাদাৎ স্বজন, কোষাধ্যক্ষ জনাব মো শরিফুল ইসলাম এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমানের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১০৫০০ অসহায় ও গরীব দুঃখী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ পটিয়া থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এনামুল হক এনামের তত্ত্বাবধানে পটিয়ায় বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ৮০০০ গরীব দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বগুড়ায় এমপি সিরাজের পক্ষে চিকিৎসক ও নার্সদের জন্য ৭শ’ পিপিই হস্তান্তর
বগুড়া জেলা বিএনপি’র আহ্বায়ক ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজের পক্ষে জেলার আইসোলেশন কেন্দ্রসহ চিকিৎসক ও নার্সদের জন্য ৭০০টি পিপিই হস্তান্তর করা হয়েছে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রবিবার সকালে বগুড়া সদর স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশুর হাতে পিপিইগুলো হস্তান্তর করেন ড্যাব বগুড়া জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক ডাক্তার শাহ মো. শাহাজাহান আলী।
পিপিইগুলো ব্যবহার করা হবে বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্র সরকারি মোহাম্মাদ আলী হাসপাতাল, ধুনট ও শেরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক, নার্স ও সেবাদানকারীদের জন্য।
পিপিই হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ড্যাব জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখার আহ্বায়ক অধ্যাপক ডাক্তার আজফারুল হাবিব রোজ, ধুনট উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হাসিব, শেরপুর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল কাদের, এমপির পিএস আব্দুল আজিজ, সাইদুল ইসলাম প্রমুখ।
সংসদ সদস্য গোলাম মো. সিরাজের পক্ষ থেকে ড্যাব আহ্বায়ক ডাক্তার শাহ মো. শাহাজাহান আলী বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্রে ৫০০ পিপিই দেওয়ার ঘোষণা দেন গোলাম মো. সিরাজ। প্রথম ধাপে ৩০০ পিপিই এবং রবিবার দ্বিতীয়ধাপে ২০০ পিপিই প্রদান করা হল। বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্র সরকারি মোহাম্মাদ আলী হাসপাতালসহ বগুড়া সদর, ধুনট ও শেরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন কমিউনিটি ক্লিনিক এবং জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি কিছু হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসক, নার্স ও সেবাদানকারীদের জন্য ৭০০শ’ পিপিই প্রদান করা হল।
করোনা মহামারি থেকে পরিত্রাণের জন্য গৃহবন্দী হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ হিসেবে প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী বিতরণের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় হতদরিদ্র, দুঃস্থ ও করোনা প্রার্দুভাবে কর্মহীন হয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান আলকাছ আল মামুন ভূঁইয়া ও মহাসচিব আলমগীর কবির এর সার্বিক সহযোগীতায় ও নির্দেশনায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে খাগড়াছড়ি জেলায় চলমান ত্রাণ বিতরণের ৬ষ্ঠ ধাপে আজ পানছড়ি উপজেলায় বিতরন করা হয়
১৯ এপ্রিল বিকালে পানছড়ি উপজেলার মধ্যনগর, মোল্লা পাড়া, মুসলিম নগর, উল্টাছড়ি ও বাজার এলাকাসহ বিভিন্ন এলাকার প্রায় দুই শত পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ।
ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ আবু তাহের। উপস্থিত ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক (কাউন্সিলর) এস এম মাসুম রানা,কেন্দ্রীয় নেতা মোঃ আসাদ উল্লাহ, রবিউল হোসেন প্রমুখ।

কুষ্টিয়া শহরের জগতি চেচুয়া, কোটপাড়া ও সদর উপজেলার জিয়ারখী এলাকায় সদর উপজেলা বিএনপি ও শহর বিএনপি’র উদ্যোগে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন নেতৃত্বে ত্রান বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি’র সভাপতি বসিরুল আলম চাঁদ, সদর উপজেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম বিপ্লব প্রমূখ।
করোনা সংকটে লকডাউনে মহানগরী খুলনার দুস্থ, অসহায়, কর্মহীন মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পৃষ্ঠপোষকতায় ও খুলনা মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কাজী নেহিবুল হাসান নেহিম এর সভাপতিত্বে সোহেল মোল্লা ও এম এম জসিম এর তত্ত্বাবধানে দৌলতপুর থানার বিভিন্ন এলাকার ৩০০ ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন দৌলতপুর থানা যুবদলের নেতৃবৃন্দ। এসময় তারা ৫০ জন অসহায় ব্যক্তিকে নগদ আর্থিক অনুদান প্রদান করেন।
খুলনা মহানগর
করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সোনাডাঙ্গা থানা ছাত্রদলের উদ্যোগে সোমবার দুপুর ২টায় নগরীর গল্লামারি ঋষি পাড়ায় বিপর্যস্ত গরিব অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খুলনা মহানগর ছাত্রদলের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সোনাডাঙ্গা থানা ছাত্রদলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপি’র সম্মানিত সভাপতি, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।
এসময় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মুরাদ, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, শরিফুল ইসলাম বাবু, হেদু মল্লিক, ইফতেখার জামান নবীন, মোঃ সিরাজুল ইসলাম, শরিফুল ইসলাম সাগর প্রমুখ।
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জননেতা জনাব আং হাকিম চৌধুরীর উদ্যোগে উপজেলার ১০টি ইউনিয়নের কর্মহীন ও নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রয়েছে।
মোঃ আব্দুল মাজেদ-যুগ্ম-সম্পাদক জেলা যুবদল ও সাধারণ সম্পাদক সদর উপজেলা যুবদল, কুষ্টিয়া গরীব ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
সুন্দরবন সংলগ্ন মোংলা থানার সুন্দরবন ইউনিয়ন প্রতিনিধিদের নিকট খাদ্য সামগ্রী হস্তান্তর এবং বিতরণ করা হয়েছে। এপর্যন্ত রামপাল-মোংলায় (বাগেরহাট-৩) দেড় সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় ৭০০ পরিবারের মাঝে বিএনপির খাদ্য সামগ্রী বিতরন ঃ গোয়াইনঘাট উপজেলায় ১ নং রুস্তমপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির ব্যবস্থাপনায় ৩৫০০০০ টাকার খাদ্য সামগ্রী গৃহবন্দী কর্মহীন ৭০০ পরিবারের মাঝে বিতরন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির সহ-সভাপতি হাকিম চৌধুরী। এসময় উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক লুৎফুর রহমান, সদস্য জসিম উদ্দিন, জয়নাল আবেদীন, ইউনিয়ন বিএনপির আহবায়ক ওসমান গনি, ইউনিয়ন চেয়ারম্যান সাহাব উদ্দিন শিহাব এবং বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
দিনাজপুর প্রতিনিধি-দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বৈশি^ক মহামারি করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় মানুষ ও বিএনপির তৃণমূল পর্যায়ের কর্মহীন ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের বাড়ী বাড়ী খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
নওগাঁর মান্দায় করোনা ভাইরাস আতঙ্কে কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মান্দা ও কুশুম্বা ইউনিয়নের বড় বেলালদহ, ছোট বেলালদহ, বড়পই, কামারকুড়ি ও বিজয়পুর গ্রামের কর্মহীন, গরীব- দুঃখী এবং অসহায় ১০০ জন মানুষদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মান্দা উপজেলা ও নওগাঁ জেলা বিএনপির সদস্য ড়াঃ ইকরামূল বারী টিপু নিজস্ব অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় ড়াঃ টিপু এবং তার সহযোগীরা উপস্থিত ছিলেন।
দেশনায়ক তারেক রহমান এর নির্দেশে শ্রীনগর উপজেলা আওতাধীন কুকুটিয়া ইউনিয়নে দরিদ্র,অসহায় মানুষের মাঝে এান-সামগ্রী বিতরন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ ফরহাদ হোসেন।
এসময় উপস্থিত ছিল শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাবেক সহ-দফতর সম্পাদক ও পাটাভোগ ইউনিয়ন ছাএদলের সাধারণ সম্পাদক খাদিমুল ইসলাম অপু ভাই, কুকুটিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক লিখন ভাই, রাঢ়িখান ইউনিয়ন ছাত্রদল নেতা রিয়াদ।
করোনা ভাইরাসের কারণে লকডাউনে স্থবির হয়ে যাওয়া মহানগরী খুলনার দৌলতপুর থানার দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় হামিদুর ইসলাম হামিদ ও আতিয়ার রহমানের ত্রাণ বিতরণ: ঝিনাইদহ – ৪ নির্বাচনী এলাকা (কালীগঞ্জ উপজেলা ও সদর উপজেলার ৪টি ইউনিয়নসহ) ২১ এপ্রিল সকাল ১১ টায় ৪নং নিয়ামতপুর ইউনিয়নের ৫০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং নিয়ামতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম রবি, প্রধান অতিথি হিসাবে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব হামিদুল ইসলাম হামিদ ও বিশেষ অতিথি হিসাবে কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আতিয়ার রহমান।
ঝিনাইদহ জেলার মহেশপুর পৌর এলাকার ত্রাণ তৎপরতা : করোনা পরিস্থিতির কারণে ১৯/০৪/২০ তারিখ রবিবার সকাল ১০ ঘটিকার সময় মহেশপুর পৌরসভার নয়টি ওয়ার্ডে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ৫০০ প্যাকেট চাল, ডাল, আলু, তেল, সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করেন উপজেলা বিএনপি’র আহবায়ক এস এম শাহজামান মোহন, সদস্য সচিব মোহাম্মদ মেহেদী হাসান রনি, পৌর বিএনপি’র আহবায়ক আমিরুল ইসলাম খান, সদস্য সচিব সোহাগ খানসহ বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে শামছুর রহমান শিমুল বিশ্বাসের সহযোগিতায় ৫ হাজার মাস্ক বিতারণ ঃ পাবনা শহরসহ ১০টি থানায় জীবাণুনাশক স্প্রে এবং শ্রমিক ও অসহায় মানুষের মাঝে প্রথমে ১ হাজার প্যাকেট খাবার বিতারন, ২য় ধাপে ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতারণ শুরু হয়েছে। এছাড়া আরো ২ হাজার পরিবারের মধ্যে খাবার সামগ্রী বিতারণসহ ডাক্তারদের জন্য ২ শত পিপিই পাবনার হাসপাতাল ও অনান্য বেসরকারী হাসপাতালে প্রদান করা হয়েছে।
যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক এর সহযোগিতায় রুপসায় ১২০০ পরিবার, তেরখাদায় ১৫০০ পরিবার এবং দিঘলীয়ায় ৮০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খুলনা জেলা বি এন পির সিনিয়র যুগ্ম সম্পাদক আবু হোসেন বাবুর নেতৃত্বে মোট ১৮০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিএনপি রাংগুনিয়া উপজেলার সভাপতি ও বিগত সংসদ নির্বাচনে চট্রগ্রাম-৭, রাংগুনিয়া (বোয়ালখালী আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক কুতুব উদ্দিন বাহার রাংগুনিয়ার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় চার হাজার পরিবারের মধ্যে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে ঘরে ঘরে ত্রান পৌঁছে দেন।
বাঘা পৌরসভায় ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
২১ শে এপ্রিল সকাল ১০টায় পৌরসভা বিএনপির আহবায়ক হামিদুল হক প্রাক্তন কাউন্সিলের বাসভবনে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কাজে সহযোগিতা করেন বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, বাঘা পৌরসভা বিএনপির আহবায়ক জনাব হামিদুল হক প্রাক্তন কাউন্সিল, সদস্য সচিব ফজলুর রহমান, বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খান, আহবায়ক কমিটির সদস্য ও পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কামাল হোসেন প্রমূখ।
শেরপুর জেলার শ্রীবরদী পৌরসভার সকল ওয়ার্ডে ৭ শতাধিক কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান
জনাব তারেক রহমান মহোদয় এর পক্ষে চারঘাটের শিবপুরে ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন চাঁদ। এসময় বিতরণ কাজে সহযোগিতা করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আরমান আলী মৃধা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মাষ্টার, সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ জালাল উদ্দিন প্রমূখ।

করোনা ভাইরাসজনিত কারণে লকডাউনে ক্ষতিগ্রস্ত ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানায় ৫০০ (পাঁচ শতাধিক) পরিবারের মধ্যে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু।
করোনা সংকটে লকডাউনে মহানগরী খুলনার দুস্থ, অসহায়, বিপদগ্রস্ত মানুষের মাঝে ধারাবাহিকভাবে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
করোনার দুর্যোগে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে তিন হাজার ব্যাগ খাদ্যসামগ্রী বিতরণ করেছেন দেশের খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম। নিজ নামে প্রতিষ্ঠিত আবুল কালাম ফাউন্ডেশন ও চৈতি গ্রুপের উদ্যেগে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ৫ কেজি আলু, ১ কেজি লবন ও একটি সাবান রয়েছে।

মহামারী করোনায় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে নিজ বাসা থেকে দুইটি বিকাশ এজেন্টের মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী ও বাঁশখালী থেকে চার বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী গত ১৫ এপ্রিল থেকে অদ্যবধি বাঁশখালীর গরীব অসহায় হাজার হাজার পরিবারকে সরাসরি নগদ অর্থ সহায়তা প্রদান করছেন। এ কার্যক্রম সার্বিক তত্ত্বাবধান করেছেন আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর কনিষ্ঠ সন্তান মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ বাঁশখালী উপজেলা ও পৌরসভার সর্বস্তরের নেতৃবৃন্দ। বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ও বাঁশখালী পৌরসভার ৯টি ওয়ার্ডে অর্থ সহায়তা প্রদান চলমান আছে।
যশোরে বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের তত্ত্বাবধানে আজ সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে ৫৫৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
ইয়াজ্জেম হোসেন রোমান, সভাপতি (ভারপ্রাপ্ত) শিবচর উপজলা বিএনপি মাদারীপুর ২১০০ পরিবারকে ত্রাণ প্রদান করেছেন।

করোনা পরিস্থিতিতে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার পাচ সহস্রাধিক হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার বিকালে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের নিজস্ব অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মাঝে বিতরনের জন্য নেতৃবৃন্দদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় জেলা যুবদলের সাবেক সভাপতি মাহাবুবুল হক কিশোর, ছাত্রদলের সভাপতি মোঃ ইমরান খান সুমন,সাধারন সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দিপু, কাজী সেলিম,গোলাম মোস্তফাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাসের উদ্ভুত পরিস্থিতিতে খুলনা মহানগর ওলামা দলের আয়োজনে অসহায় ও কর্মহীন মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

বিএনপি নেতা বকুলের উদ্যোগে আড়ংঘাটা ইউনিয়নে দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।
করোনার ভয়াল থাবায় স্থবির হয়ে যাওয়া মহানগরী খুলনার দুস্থ, অসহায় ও গৃহবন্দী মানুষের জন্য ধারাবাহিকভাবে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
বৃহস্পতিবার দুপুর ১২টায় আড়ংঘাটা বাজারে কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পৃষ্ঠপোষকতায় আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মতলেবুর রহমান মিতুলের পরিচালনায় শতাধিক দুস্থ, অসহায়, কর্মহীন ও গৃহবন্দী পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন তোতন, মুরশিদ কামাল, শেখ ইমাম হোসেন, দ্বীন ইলাহি, কাজি নেহিবুল হাসান নেহিম, রাসেলুজ্জামান রাসেল, তৌহিদ কাজী, সৈয়দ গাজী, বাবু শেখ, সাজ্জাদুজ্জামান সাজু, গোলাম নবী, এম এম জসিম, জিয়াউদ্দিন জিয়া, মহিদুল ইসলাম, আল আমিন লিটন, সিরাজুল ইসলাম সানি, হান্নান মোড়ল, অমল, শিথিল, রায়হান, নারায়ণ মিশ্র, সেলিম, জাকারিয়া, মানিক সর্দার, হাবিব, বাদশাহ, জোসি ও নজু প্রমুখ।

২২শে এপ্রিল বুধবার সারাদিন, বাঘা উপজেলার ৭টি ইউনিয়ন এবং ২টি পৌরসভায় ৫৫০ টি অসহায় দরিদ্র পরিবারের মানুষের পাশে খাদ্য দ্রব্য প্রদান করেন। এই সময় উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগরের আহবায়ক ওয়াদুদ হাসান পিন্টু, বাঘা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সাবেক সভাপতি কামাল হোসেন, বাঘা উপজেলার যুবদল সভাপতি সালেহ আহমেদ সালাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফি, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বাহারাইন যুবদলের সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান স্বপন, ছাত্রদলের সাবেক সভাপতি আবু আফজাল, সাধারণ সম্পাদক সোহেল রানা, সেচ্ছাসেবক দল রাজশাহী জেলার সহ-সভাপতি নাজমুল হকসহ বাঘা উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এর নির্দেশনায় ঢাকা-১২ আসনের গণমানুষের নেতা ও যুবদল কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব এর পক্ষ থেকে ২৭নং ওয়ার্ডে লকডাউনে আটকে পড়া অসহায় পরিবারের জন্য ২২-০৪-২০২০ তারিখে খাবার ও কিছু নেতাকর্মীর মাঝে নগদ হাদিয়া বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন শেরেবাংলা নগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সালামত খান সজিব, শেরেবাংলা থানা যুবদল সভাপতি অপু এবং সাধারণ সম্পাদক মোঃ রাসেল।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এর নির্দেশে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ জনি’র তত্ত্বাবধানে ও সার্বিক সহযোগিতায় ফেনী-৩ নির্বাচনী আসন (দাগণভূঁইয়া-সোনাগাজী) এলাকায় দলমত নির্বিশেষে মহামারী করোনার কারণে ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ ও গরীব মানুষদের সহায়তা প্রদানের অংশ হিসেবে ১২০০ পরিবারের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। নি¤œবর্ণিত হারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে মহানগর মৎসজীবী দল ও খুলনা আন্তঃজেলা বাস দোকান সমিতির উদ্যোগে করোনা ভাইরাসের কারণে গৃহবন্ধি মানুষের মাঝে ত্রাণ ও বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এময় উপস্থিত ছিলেন আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, ইউসুফ হারুন মজনু, হাসানুর রশিদ মিরাজ, শরিফুল ইসলাম বাবু, সাইমুন ইসলাম রাজ্জাক, মেহেদী হাসান সোহাগ, ইকবাল হোসেন, সাইফুল মল্লিক, মুশফিকুর রহমান অভি, সিরাজুল ইসলাম, মারুফ হোসেন, রিয়াজুল কবির, আব্দুল হাকিম, সিরাজ হাওলাদার. ফরিদ শেখ, মোহর আলি, আনিসুর রহমান, আসাদুর রহমান সানা, মো. হারুন, জামাল হোসেন, ওলি, উজ্জ্বল গাজী, আবু মুন্সি, সুলতান সরদার, সাবিনা ইয়াসমিন, জেসমিন, লিজা প্রমুখ।

অদ্য ২৩শে এপ্রিল দোহার উপজেলার ৫টি ইউনিয়নে ২৫০০ কর্মহীন দরিদ্র লোকের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

কর্মহীন মানুষের মাঝে ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দল গরীব ও দুস্থদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছে। উপস্থিত ছিলেন-বিএনপি নেতা ওয়াহাব আকন্দ, রফিকুল আলম শামীম, রিপন তালুকদার, নাজমুল আলম, আল-আমীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক

মো: তাইফুল ইসলাম টিপু
সহ-দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com