সাড়ে ৩ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন জয়পুরহাট বিএনপির সভাপতি
করোনা ভাইরাসের প্রভাবে জয়পুরহাটে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া দরিদ্র মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে, বিভিন্ন ধরণের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যেমন চাল, ডাল, আলু, সরিষার তৈল, ছোলা বুট, লবন এবং গুঁড়া সাবান বিতরণ করেছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দীন মন্ডল। বুধবার সকাল ১১ টায় বম্বু ইউনিয়নের হানাইল ঈদগাহ মাঠে সামাজিক দুরত্ব নিশ্চিত করে আনুষ্ঠানিক ভাবে কর্মহীন দরিদ্র মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।
এছাড়া জয়পুরহাট ও পাঁচবিবির প্রত্যেকটি ইউনিয়নে গাড়ী করে খাদ্য সামগ্রী পৌছানো হয়। তালিকা অনুযায়ী এসব খাদ্য সামগ্রী বাড়ী বাড়ী পৌঁছে দেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মো: আনোয়ারুল হক আনু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিয়র রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবির শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল ওয়াহাব, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জহুরুল ইসলাম প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরণের সময় মমতাজ উদ্দীন মন্ডল বলেন, করোনা ভাইরাসের কারণে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের সাধারণ মানুষের দিন কাটছে অনাহারে অর্ধাহারে। সেই বিবেচনায় ব্যক্তিগত অর্থায়নে ক্ষুধার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরে আনন্দ বোধ করছি।
তিনি আরো বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ ২য় বার প্রদান করছি, এভাবে করোনা মুক্ত না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী বিতরণ চলতে থাকবে ইনশাআল্লাহ। তিনি এলাকার বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।