১২ হাজার পরিবারের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন আব্বাস দম্পতি
মহামারী করোনাভাইরাসের কারণে লকডাউন পরিস্থিতিতে দুর্ভোগে থাকা ১২ হাজার পরিবারের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস দম্পতি।
প্রথম ধাপে ঢাকা ৮ ও ৯ আসনের ২৭টি ওয়ার্ডের ১২ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিবের তত্ত্বাবধানে নিত্যদিনের খাদ্যসামগ্রী বিতরণের দায়িত্বে ছিলেন বিএনপির স্থানীয় ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এই ধারাবাহিকতায় মঙ্গলবার ঢাকা-৯ আসনের আওতাধীন ৭১ ও ৭২নং ওয়ার্ডে (সাবেক মান্ডা ইউনিয়ন)। খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় মান্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম, স্থানীয় নেতা মোক্তার হোসেন, মেসবাহউদ্দিন বাবু, জিয়াউদ্দিন রতন, মনির হোসেন, মো. শাজাহান উপস্থিত ছিলেন।
এছাড়া ৪নং ওয়ার্ড (বাসাবো শাখা) খাদ্যসামগ্রী বিতরণের সার্বিক দায়িত্বে ছিলেন সবুজবাগ থানা বিএনপি সভাপতি গোলাম হোসেন, সহ-সভাপতি বদিউজ্জামান বদি, হারুনুর রশিদ।