মিরপুরে ত্রাণের দাবিতে বিহারীদের সড়ক অবরোধ
রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ত্রাণের দাবিতে কয়েকশত বিহারী নারী-পুরুষ রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিরপুরের আশেপাশের বিহারী ক্যাম্প থেকে আনুমানিক ৪০০ থেকে ৫০০ জন বিহারী নারী-পুরুষ ত্রাণের জন্য জড়ো হয়ে রাস্তায় অবস্থান নিয়েছেন। প্রায় দুই ঘণ্টার মতো তারা রাস্তায় অবস্থান করছেন।
বিহারীদের দাবি, তারা কোনও ত্রাণ পায়নি। এজন্য তারা রাস্তায় জড়ো হয়েছেন। তাদের সঙ্গে রয়েছেন স্থানীয় কাউন্সিলররা।