মুন্সীগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ফ্যাক্টরিতে শ্রমিকদের বিক্ষোভ

0

মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় বকেয়া বেতনের দাবিতে একটি ডাইং অ্যান্ড প্রিন্টিং ফ্যাক্টরিতে বিক্ষোভ, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করেছে শ্রমিকরা।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সেখানকার মদিনা ডাইং অ্যান্ড প্রিন্টিং ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করে। দুই মাসের বেতন বকেয়া রয়েছে বলে দাবি করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ কবীর হোসেন খান জানান, ওই ফ্যাক্টরির সামনে দুই শতাধিক শ্রমিক জড়ো হয়। এ সময় বেতনের দাবিতে শ্রমিকরা স্লোগান দেয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ফ্যাক্টরির জানালার কাঁচ ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে।

এ সময় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়।

মদিনা ডাইং অ্যান্ড প্রিন্টিং ফ্যাক্টরির চেয়ারম্যান ইমরান খান বলেন, আগামী তিন দিনের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। শ্রমিকদের শুধু মাত্র মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে। বেতন পরিশোধের আশ্বাসের পর শ্রমিকরা শান্ত হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com