ত্রাণের দাবিতে গাইবান্ধায় ইজিবাইক-অটোরিকশা-ভ্যানচালকদের রাস্তা অবরোধ

0

ত্রাণের দাবিতে গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বাগুড়িয়া গ্রামে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দেড় শতাধিক ব্যাটারিচালিত ইজিবাইক, অটোরিকশা ও ভ্যানচালক ঘণ্টাব্যাপী রাস্তা অবরোধ করেছেন।

সোমবার দুপুরে বাগুড়িয়া ও কিশামত ফলিয়া গ্রামের যানবাহনচালকরা রাস্তা অবরোধ করে এই কর্মসূচি পালন করেন।

চালকরা জানান, গত ২৬ মার্চ সাধারণ ছুটি শুরুর দিন থেকেই তারা কর্মহীন হয়ে পড়েছেন। কেউ যানবাহন নিয়ে রাস্তায় বের হতে পারছেন না। ফলে গত ২৫ দিন ধরে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদেরকে। অনেককে ঋণ করে সংসার চালাতে হচ্ছে। এ অবস্থায় ইউপি চেয়ারম্যান ও সদস্যের সাথে যোগাযোগ করেও আজ পর্যন্ত কিছুই পাননি তারা। তাই বাধ্য হয়ে সোমবার দুপুরে রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেছেন যানবাহন চালকরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com