দল না করলে মিলছে না ত্রাণ, বঞ্চিত হতদরিদ্ররা

0

‘এলাকায় যারা ক্ষমতাশীল নেতা তারা মুখ চিনে খাদ্য সহায়তা দিচ্ছে। আমারা যারা রিকশা ও অটো চালাই আজ পর্যন্ত কোনো ত্রাণ বা সরকারি সহযোগিতা পাই নাই। চেয়ারম্যান, মেম্বারসহ ক্ষমতাশীল অনেক নেতার কাছে গেছি। তারা আমাদের ধমক দিয়ে তাড়ায়ে দিছে। তারা বলেছেন- যারা মিটিং-মিছিল করে তাদেরকেই শুধু ত্রাণ দেবেন।’

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের হতদরিদ্ররা শনিবার (১৮ এপ্রিল) পর্যন্ত কোনো খাদ্য সহযোগিতা না পাওয়ায় এসব কথা বলেন।

তারা অভিযোগ করে বলেন, একজনের ৬০ বিঘা জমি আছে, সে মাথায় করে সরকারি ত্রাণ নিয়ে যায়। সে দলীয় লোক। আর আমরা রিকশা-ভ্যান, অটোচালক, চায়ের দোকানদার যারা আছি তারা আজ পর্যন্ত চারআনার কোনো ত্রাণ পাই নাই। তাহলে আমরা কি এদেশে ভাইসা আইছি নাকি? আমাদের এই করুণ অবস্থায় সরকার যদি পাশে না থাকে তাহলে আমরাতো করোনাভাইরাসের আগে না খেয়ে মারা যাবো।

ত্রাণ বঞ্চিতদের অভিযোগ, দলীয়করণের মাধ্যমে ক্ষমতাশীন আওয়ামী লীগের নেতাকর্মী ও স্বচ্ছল পরিবারগুলো ত্রাণ পাচ্ছে। কিন্তু অসহায় দরিদ্ররা পাচ্ছে না। এছাড়াও চেয়ারম্যান-মেম্বাররাও কোনো সহযোগিতা করছে না।

অসহায় এক বৃদ্ধা বলেন, ‘আমরা খুব গরিব মানুষ, সবাই সবারি হগলতা দেয়। আমাগেরে দেয় না, মুখ বাইছে বাইছে হগলতা দেয়। এহন আমাগের বাড়ি বইসে না খায়াও দিন যায়তেছে। আমার স্বামী রিকশা চালায়, এহন রিকশাডা পর্যন্ত চালাবের পারতেছে না। মানুষ জন নাই, টাহা পয়সা কেবা করে অবি।’

rajbari01

এলাকাবাসী জানায়, চালের কার্ড এক বাড়িতে কয়েকটা, কিন্তু যারা গরিব তারা এক কেজি চালও পায় না। ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি নুরু এই কাজ করেন। বর্তমানে দোকান পাট, কাজকর্ম বন্ধ রেখে সবাই মানবেতর জীবন যাপন করছে। এ এলাকার ঘরবন্দি অসহায় মানুষগুলো কোনো সহযোগিতা পায়নি। যারা বড়লোক ও যাদের মাঠে অনেক জমি জমি আছে তারা চাল পায়। কিন্তু যারা রিকশা-ভ্যান চালায়, দিনমজুর তারা পায় না। দল না করায় ত্রাণ পাচ্ছে না। কিন্তু আওয়ামী লীগের লোকজন ত্রাণ পাচ্ছে।

পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর জানান, তিনি মাত্র সাড়ে ৩ টন চাল বরাদ্দ পেয়েছেন। এত কম বরাদ্দ পেয়ে কিভাবে জনগণের চাহিদা মেটাবেন। তার ইউনিয়নে প্রায় ২৫ হাজার জনগণ। এর মধ্যে প্রায় ৮ হাজার অসহায় ও দরিদ্র। যে বরাদ্দ পেয়েছেন তা সাড়ে ৩শ মানুষের মাঝে বিতরণ করেছেন। এর মধ্যে ৫০ জন চায়ের দোকানদার, ১০০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ২০০ জন অসহায় ও হতদরিদ্র। তারপরও নতুন করে ২ হাজার হতদরিদ্রের একটি তালিকা করে উপজেলায় জমা দিয়েছেন। কিন্তু নতুন করে বরাদ্দ পাননি। তবে উপজেলা নির্বাহী অফিসার আশ্বস্ত করেছেন পর্যায়ক্রমে বরাদ্দ দেবেন এবং সবাই ত্রাণের আওতায় আসবে।

তিনি আরও বলেন, পবিত্র শবে বরাত উপলক্ষে এমপি কাজী কেরামত আলী দলীয় ও সাধারণ মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছেন। এছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী চাল, ডাল, আলু, তেল, সাবানসহ ২২০টি প্যাকেট দিয়েছেন। যা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীর মাধ্যমে দলীয় ও সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। এগুলো যে শুধু দলীয় নেতাকর্মীরা পাবে তা নয়। সবাইকে দেয়া হচ্ছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদুজ্জামান খান জানান, শুক্রবার (১৭ এপ্রিল) পর্যন্ত উপজেলায় ১৫৩.৯৬০ মেট্রিক টন চাল এবং নগদ ৯ লাখ ৩৫ হাজার টাকা বরাদ্দ পেয়েছেন। এর মধ্যে ৭১.৬৯০ মেট্রিক টন চাল ও ৫ লাখ ৮৪ হাজার টাকা বিতরণ করা হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যানদের দেয়া তালিকা অনুযায়ী কিছু কিছু করে বরাদ্দ দেয়া হয়েছে। সেই বরাদ্দ দেয়া ত্রাণ বিতরণ শেষ হলে পরবর্তীতে আবার দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, প্রতিটি ইউনিয়নে এখন পর্যন্ত প্রায় ৬.২ মেট্রিক টন চাল বরাদ্দ হলেও সাড়ে ৩ মেট্রিক টন করে দেয়া হয়েছে। বাকি ত্রাণ দু-একদিনের মধ্যে ইউনিয়ন চেয়ারম্যানদের কাছে বুঝিয়ে দেবেন। এভাবে বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। ত্রাণ সহায়তা তারাই পাবেন যারা অসহায় ও দরিদ্র। যদি স্বচ্ছল কোনো ব্যক্তি এ সহায়তা পেয়ে থাকেন এবং অভিযোগ প্রমাণিত হয় তাহলে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com