মুন্সীগঞ্জে আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেবেন একজন ডাক্তার
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনা রোগীর চিকিৎসায় পর্যাপ্ত ব্যবস্থা নেই। করোনার এপিসেন্টার নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী এ জেলার ৫০ শয্যার এ আইসোলেশন সেন্টারে নেই ভেন্টিলেটশনের ব্যবস্থা। নেই আইসিইউ কিংবা সিসিইউ পর্যন্ত। শুধু মাত্র অক্সিজেনের সামান্য ব্যবস্থা করার মধ্য দিয়েই করোনা রোগীর চিকিৎসায় প্রস্তুত রাখা হয়েছে আইসোলেশন সেন্টারটি।
আবার জেলার একমাত্র এ জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারের চিকিৎসায় একজন ডাক্তার করোনা রোগীর ভরসা হয়ে থাকবেন। কেননা- ৫০ শয্যার আইসোলেশন সেন্টারে একজন চিকিৎসক, একজন নার্স ও আরো একজন আয়া চিকিৎসা সেবায় নিয়োজিত থাকছেন।
এদিকে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় মুন্সীগঞ্জে নতুন করে ১৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে গেল সাত দিনে জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জনে। অথচ একজন করোনা আক্রান্ত রোগীরও ঠাঁই হয়নি জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে।