গভীর রাতে গণজমায়েত করে বিয়ে, হোম কোয়ারেন্টিনে বর-কনে
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গোপনে গভীর রাতে গণজমায়েত করে বিয়ে করার দায়ে বর ও কনেকে ১৪ দিনের কেয়ারেণ্টিনে রাখা হয়েছে। বিয়ে সম্পাদনের কাজে সহায়তা করায় স্থানীয় এক ইউপি সদস্যকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মধ্য রাতে উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলা পাড়া গ্রামে।
কোয়ারেন্টিনে থাকা বর হচ্ছে, মানিকগঞ্জ সদর উপজেলার মৃত শাহজাহানের পুত্র বর বাবুল হোসেন (৩৫) এবং সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের রফিকুল ইসলামের কন্যা মৌসুমি আক্তার (২১)।
খবরটি নিশ্চিত করেছেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল আলম।
তিনি বলেন বলেন, বরাইদ গ্রামে গোপনে গণজমায়েত করে বিয়ে হচ্ছিল। এমন সংবাদ পেয়ে ওই গ্রামে গিয়ে সত্যতা পাওয়া যায়। পৌঁছানোর পূর্বেই বিয়ে সম্পন্ন হয়ে যায়। বর যেহেতু সাটুরিয়া উপজেলার বাহিরের তাই সরকারি নিয়ম অনুযায়ী বর ও কনেকে কনের বাড়িতেই ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।