করোনায় স্বল্পদৈর্ঘ্য সিনেমা

0

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাবনায় ‘ঝড় থেমে যাবে একদিন’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেছেন পরিচালক অরিন্দম শীল। মূলত করোনা সংক্রমণ রোধে সচেতনতা বাড়াতে এবং টলিউডের দিনমজুর কলাকুশলীদের আর্থিক সহায়তা করতে এটি তৈরি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সিনেমাটি ইউটিউব ও ফেসবুকে প্রকাশ করা হয়। সিনেমা ভাবনার পাশাপাশি এর গানও লিখেছেন মমতা। গানে কণ্ঠ দিয়েছেন কবীর সুমন। নিজেদের ঘর থেকেই ‘ঝড় থেমে যাবে একদিন’র দৃশ্য ধারণ করেছেন টালিগঞ্জের তারকারা। এতে অভিনয় করেছেন প্রসেনজিৎ, দেব, মিমি, নুসরাত জাহান, কোয়েল মল্লিক, শুভশ্রী, আবির, রুক্ষ্মিণী, পরমব্রত এবং পরাণের মতো অভিনয়শিল্পীরা। করোনার প্রভাবে প্রতিদিনের পারিশ্রমিকে কাজ করা কলাকুশলীদের পাশে দাঁড়াতেই মমতা ব্যানার্জি এ উদ্যোগ নিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com