আল্লামা শফীর সুস্থ্যতার জন্য দোয়ার আবেদন বেফাকের
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি, হাইআতুল উলয়া বাংলাদেশের চেয়ারম্যান, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা শাহ আহমদ শফীর জন্য দোয়ার আবেদন করেছে কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক।
বুধবার রাতে বেফাকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারীরিক দুর্বলতা ও বিভিন্ন শারিরীক জটিলতার কারণে আল্লামা মঙ্গলবার ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে।
তার দ্রুত সুস্থতা ও নেক হায়াতের জন্য মহান আল্লাহর শাহী দরবারে কায়মনোবাক্যে দোয়া করার জন্য বেফাক মহাসচিব ও হাইআর ভারপ্রাপ্ত কো-চেয়ারম্যান আল্লামা আবদুল কুদ্দুসসহ শীর্ষ উলামাগণ দেশবাসীর কাছে বিশেষত দেশের সকল আলেম উলামা এবং কওমী মাদরাসার ছাত্র-শিক্ষক ও ধর্মপ্রাণ মুসলমানদের নিকট আবেদন জানিয়েছেন।
১০৩ বছরের বেশি বয়সী আল্লামা শফী এর আগেও কয়েক দফা অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদিতে ভুগছেন।