করোনায় প্রাণ গেলো আরেক হলিউড তারকার

0

মারণ করোনা ভাইরাস থাবা বসিয়েছে গোটা বিশ্বেই ৷ পৃথিবী জুড়ে চলছে মৃ্ত্যুমিছিল ৷ করোনায় এবার মৃত্যু হল ব্রিটিশ অভিনেত্রী হিলারি হিথেরও ৷ তার বয়স হয়েছিল ৭৪ বছর ৷ বিখ্যাত হরর ছবি ‘উইচ ফাইন্ডার জেনারেল’ খ্যাত এই অভিনেত্রী দিন কয়েক আগেই করোনায় আক্রান্ত হন৷ 

শেষপর্যন্ত তার মৃত্যুর খবর জানিয়েছেন হিলারির পূত্র অ্যালেক্স উইলিয়ামস।

ফেসবুকে অ্যালেক্স লিখেছেন, ‘‘গত সপ্তাহে করোনাভাইরাসে আমার মা জনপ্রিয় অভিনেত্রী হিলারি হিথের মৃত্যু হয়েছে। তিনি ছিলেন ষাট ও সত্তরের দশকের সেরা অভিনেত্রী। নব্বইয়ের দশকে চলচ্চিত্র প্রযোজক হিসাবেও সাফল্য পান তিনি।’’

ইংল্যান্ডের লিভারপুলে হিলারির জন্ম। হলিউডে তার অভিষেক ঘটে ১৯৬৮ সালে। মাইকেল রিভসের হরর সিনেমা ‘উইচফাইন্ডার জেনারেল’-এ অভিনয় করেছিলেন। প্রথম ছবিতেই বাজিমাত করেন তিনি।

সিনেমায় অভিনয়ের পাশাপাশি হিলারি প্রযোজনাও করেছেন। তার প্রযোজিত সিনেমার মধ্যে ‘অ্যান আউফুলি বিগ অ্যাডভেঞ্চার’ এবং ‘নিল বাই মাউথ’ অন্যতম। ছবি দুটি ১৯৯৫ সালে ও ১৯৯৭ সালে মুক্তি পায়।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি করেছিলেন হিলারি। অভিনয়ের পাশাপাশি সারাবিশ্বের বিভিন্ন ক্লিনিকে তিনি মনোরোগ বিশেষজ্ঞ হিসেবেও কাজ করেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com