পাকিস্তান সফরের সিদ্ধান্ত বিসিবির সভায়
আইসিসির এফটিপি অনুযায়ী ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফর রয়েছে বাংলাদেশ দলের। সাকিব-মুশফিকদের পাকিস্তান সফরে পাঠানোর বিষয়টি শুধু বিসিবির ওপর নির্ভর করছে না। এই বিষয়ে মতামত দেবে বাংলাদেশ সরকারও।
খুব শিগিগরই বিসিবি নিরাপত্তা পরিদর্শক দল পাঠানোর কথা পাকিস্তানে। সরকারের অনুমতির সঙ্গে সঙ্গে বোর্ড সভায় এর চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
গতকাল শনিবার বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘আমাদের মাননীয় বোর্ড সভাপতি যেটা বলেন-নিরাপত্তা ইস্যু, আমাদের বড়ো ইস্যু। এটাই আসল।
তিনি আরো বলেন, ‘সিদ্ধান্ত যে শুধু ক্রিকেট বোর্ডের তা না। আমরা কোথায় খেলব, সিদ্ধান্তটা এখনো পুরোপুরি হয়নি। আমরা দুবাইয়ে খেলব নাকি, পাকিস্তানে খেলব সেটা পাকিস্তানের ওপর। কথাবার্তা চলছে। হয়তো ১০ দিনের মধ্যেই সেটা ফাইনাল হবে। এই সিদ্ধান্তটা বোর্ড সভায় হতে হবে।’