ফিরতি যাত্রায় থমকে গেলেন সুমাইয়া শিমু
টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও তাকে দেখা যায় মাঝে মধ্যেই। তবে বছরখানেক ধরে এ অভিনেত্রী অভিনয়ে ছিলেন অনিয়মিত। অভিনয়ের বাইরের কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি।
তবে সেই কাজের বিষয়টি আয়ত্তে আসার পর গত মাস থেকে অভিনয়ে আবার নিয়মিত হয়েছিলেন। ফিরেই সীমান্ত সজলের পরিচালনায় একটি খণ্ড নাটক ও তানিম পারভেজের পরিচালনায় একটি ওয়েব সিরিজের কাজ শুরু করেন। কিন্তু করোনার কারণে তার এই নতুন অভিযাত্রা থমকে গেছে। তাই অন্য সবার মতো তিনিও ঘরবন্দি।
এ প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, ‘এবার বেশ পরিকল্পনা করেই অভিনয়ে নেমেছিলাম। ভালো দুটি কাজ শুরু করেছিলামও। নাটকটির কাজ শেষ হলেও ওয়েব সিরিজটির কাজ অসমাপ্ত আছে। এগুলো ছাড়া ঈদেও কিছু কাজ নিয়েও কথা হয়েছিল কয়েকজন নির্মাতার সঙ্গে। তার আগেই সব কাজ বন্ধ হয়ে গেল। পরিস্থিতি স্বাভাবিক হলে যখন কাজ শুরু হবে তখন আমিও অভিনয়ে ফিরব এমন পরিকল্পনাই করছি। তবে করোনার কারণে কারও কোনো ক্ষতি না হয় সেই দিকে যেন সবাই খেয়াল রাখেন।’
অন্যদিকে নারীদের উন্নয়ন নিয়ে ‘বেটার ফিউচার ফর উইমেন’ নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন এ অভিনেত্রী। অভিনয় ছাড়া এই কাজটাতেই নিজেকে আবদ্ধ রাখেন শিমু।