নাটোরে গরিবের ত্রাণের চালসহ আ.লীগ নেতা আটক

0

নাটোরের সিংড়ায় ত্রাণের ১৩ বস্তা চালসহ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্যসহ তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে উপজেলার সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সুকাশ ইউপির ৬নং ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন শাহ্, চাল ব্যবসায়ী গোলাম ও চালের ডিলার লেবু।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে চাল ব্যবসায়ী গোলাম চাল কিনে যাওয়ার পথে বোয়ালিয়া এলাকায় আট বস্তা চালসহ স্থানীয়রা আটক করে। পরে তারা প্রশাসনকে বিষয়টি জানায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলমের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে বোয়ালিয়া ক্লাব থেকে আরও পাঁচ বস্তা চাল উদ্ধার করা হয়।

পরে গোলামের দেওয়া তথ্য মতে ইউপি সদস্য শাহিন শাহ্ ও ডিলার লেবুকেও আটক করা হয়। পরে তাদেরকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনা হয়।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com