ভেনেজুয়েলাকে হারিয়ে কোপার সেমিফাইনালে আর্জেন্টিনা
জেটিভি ডেস্ক: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ব্রাজিলের মারাকায় ২-০ গোলের জয় পেয়েছে লিওনেল মেসির দল।
এদিন গোলের দেখা পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনাকে। ম্যাচের ১০ মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে লিড পায় আর্জেন্টিনা। ডি বক্সের মধ্যে জটলার ভেতর থেকে দৃষ্টিনন্দন ব্যাকহিলে বল জালে জড়ান মার্টিনেজ। প্রথমার্ধে দুদলই বেশ কিছু ভালো আক্রমণ করলেও আর কোন গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ায় ভেনেজুয়েলা। মাঠের খেলায় মোটেও পিছিয়ে ছিল না তারা। তবে ৭৪ মিনিটে জিওভান্নি লো সেলসোর গোল ভেনেজুয়েলাকে ম্যাচ থেকে ছিটকে দেয়। বক্সের সামান্য বাইরে থেকে নেয়া আগুয়েরোর জোরালো শট গোলরক্ষক রুখে দিলেও বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন। ফিরতি বল সহজেই জালে জড়ান লো সেলসো।
শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে সেমিতে উঠে যায় আর্জেন্টিনা।
এর ফলে সেমিফাইনালেই সুপার ক্লাসিকো দেখার সুযোগ পেলো সমর্থকরা। আগামী মঙ্গলবার (২ জুলাই) ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা।
এর আগে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে টাইব্রেকারে হারিয়ে সবার আগে সেমির টিকেট পায় ব্রাজিল।