করোনায় তিশার বার্তা
করোনাভাইরাসের কারণে পুরো বিশ্বই যেন স্থবির হয়ে আছে। এ পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষ, যারা দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন তারা পড়েছেন ব্যাপক সমস্যায়। এসব মানুষের পাশে বিচ্ছিন্নভাবে অনেকেই দাঁড়াচ্ছেন। জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও তাদের সহায়তায় অনুদানের হাত বাড়িয়ে দিয়েছেন। সেই সঙ্গে সামর্থ্যবান সবাইকে অসচ্ছল ওইসব মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছেন। তিশা বলেন, এক কঠিন সময় পার করছে বাংলাদেশ। দেশের অসংখ্য মানুষ দিন আনে দিন খায়। তাদের স্বাস্থ্যসচেতনতা যেমন দরকার, তেমনি দরকার খাদ্যের নিশ্চয়তা। বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভলান্টিয়াররা এই অসাধারণ কাজটা করছেন। পাশাপাশি তারা জীবাণু ধ্বংসে ওষুধ ছিটানো, পিপিই বিতরণসহ নানা কাজ করছেন। এদের ফান্ডে অর্থ সাহায্য করা আমাদের দায়িত্ব। আমি করেছি, পারলে আপনারাও করুন।