শ্রমিকদলের সাবেক সেক্রেটারি জাফরুল হাসানের ইন্তেকাল
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক জাফরুল হাসান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জাফরুল হাসান দীর্ঘদিন ধরে কিডনি ও নানান রোগে চিকিৎসায় থেকে, গত ১৩ মার্চ এপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ সোমবার দুপুর ১২টা ১০ মিনিটে সেখানে ইন্তেকাল করেন।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, জাফরুল হাসানের ছোট মেয়ে তিমা হাসান এ খবর জানিয়েছেন।
জাফরুল হাসানের বয়স হয়েছিল ৭৩ বছর। তার দুই মেয়ে ও স্ত্রী রয়েছেন।
জাফরুল হাসানের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শ্রমিক দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
শ্রমিকদলের প্রচার সম্পাদক মনজুরুল ইসলাম মনজু জানান, মরহুম জাফরুল হাসানের বড় মেয়ে থাকে অস্ট্রেলিয়ায়। সবার সাথে কথা বলে সব প্রক্রিয়া শেষে ফরিদপুরে গ্রামের বাড়িতে মরহুমের লাশ দাফন করা হবে।