শ্রীমঙ্গলে ‌‘ক্ষুধার জ্বালায়’ রাস্তায় মানুষ

0

‌‌‘করোনা থেকে বাঁচব, নাকি ক্ষুধার জ্বালা থেকে বাঁচব’ সাদা কাগজে এমন স্লোগান লিখে নারী, পুরুষ, শিশুরা রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সোমবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের জামসী গ্রামে এমন দৃশ্য দেখা যায়।

এই গ্রামের দারিদ্র্যসীমার নিচে বসবাস করা মানুষেরা করোনা পরিস্থিতিতে জনসমাগমের নিষেধাজ্ঞা ভেঙে রাস্তায় এসে দাঁড়িয়েছে।  

জানা যায়, প্রায় ৫ দিন ধরে সকলে উপজেলা প্রশাসনের নির্দেশনা মেনে গৃহবন্দী থাকায় সব ধরনের কাজ বন্ধ রয়েছে। ঘরে জমানো সকল খাবার শেষ হওয়ায় ক্ষুধার জ্বালায় পরিবার পরিজন নিয়ে এখন রাস্তায় এসে দাঁড়িয়েছেন তারা।

এই গ্রামে প্রায় ২ হাজার পরিবার বাস করে। তার মধ্যে বেশির ভাগই দিনমজুর। ফলে কাজ না থাকায় অনাহারে দিন গুনতে হচ্ছে বেশির ভাগ পরিবারকে। প্রধানমন্ত্রীর তরফ থেকে আসা ত্রাণ সামগ্রীর ঘোষণা আসলেও গ্রামের মাত্র ৫ পরিবার এই সহায়তা পেয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com