গুজব না ছড়ানোর আহ্বান আমিনুলের
করোনাভাইরাসে বিশ্ব অচল হয়ে গেছে। প্রতিদিনই শত শত মৃত্যুর সংবাদ আসছে। এই ভয়ঙ্কর পরিবেশ কবে শেষ হবে ঠিক নেই। চিকিৎসকরা চেষ্টা করেও সফল হচ্ছেন না। বিশ্বের ধনী ধনী দেশ সব রকম চেষ্টা করেও ব্যর্থ। বাংলাদেশও আতঙ্কে রয়েছে। কার কখন কী হয় বলা মুশকিল। সামনের সময়টা নাকি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। জানি না আমাদের কি হবে। আবেগ ভরা কণ্ঠে কথাগুলো বলছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি বলেন, ‘এটা সবার জীবনমরণ সমস্যা। এ অবস্থায় আমাদের সতর্ক থাকতে হবে। নিয়ম কানুন মেনে চলতে হবে। প্রয়োজনে চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। কোনো অবস্থায় করোনাকে অবহেলা করা যাবে না। খুব কঠিন সময় পার হচ্ছে। চারিদিকে শুধু লকডাউন লকডাউন। যা জীবনে দেখিনি।যারা দিন আনে দিন খায় তাদের কথা ভাবতে হবে আমাদের। তবে সতর্ক হয়ে সহযোগিতা করা দরকার। লোক দেখানো ভিড় জমিয়ে খাদ্য বিতরণের চিন্তা বাদ দিতে হবে
এ অবস্থায় দুস্থদের সহযোগিতা করা প্রয়োজন। যারা দিন আনে দিন খায় তাদের কথা ভাবতে হবে আমাদের। তবে সতর্ক হয়ে সহযোগিতা করা দরকার। লোক দেখানো ভিড় জমিয়ে খাদ্য বিতরণের চিন্তা বাদ দিতে হবে। যারা সংসদ সদস্য তাদের যার যার এলাকায় সহযোগিতা করাটা খুবই জরুরি হয়ে পড়েছে। এক্ষেত্রে অন্য রাজনৈতিক দলেরও দায়িত্ব অনেক। সব বিভেদ ভুলে বিপদে এগিয়ে আসতে হবে। কষ্ট লাগে এমন পরিস্থিতিতেও নানা গুজব ছড়ানো হচ্ছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগে অহেতুক ভয় ছড়ানো হচ্ছে। জানি না তারা কি একবারও ভাবছেন না নিজেও করোনার শিকার হতে পারেন। গুজব বাদ দিয়ে আসুন আমরা সবাই আর্তমানবতায় এগিয়ে আসি।’