সুবিধাবঞ্চিতদের পাশে সাকিব

0

করোনাভাইরাসে আক্রান্ত পৃথিবীর ১৯৯ দেশ। প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৩১ হাজারেরও বেশি। বাংলাদেশে এখন পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ এবং মৃত ৫। পরিস্থিতি যাতে আরও ভয়াবহ না হয় এবং সংক্রমণ যাতে বৃদ্ধি না পায়, সেজন্য সারা দেশ লকডাউন। হোম কেয়ারেন্টাইনে লোকজন। ক্রীড়াবিদরা ঘরে বসে নিজেদের ফিটনেস ঠিক রাখার পাশাপাশি দুস্থ ও অসহায়দের সহায়তা করছেন দেশের ক্রিকেটার ও ফুটবলাররা। ২৭ ক্রিকেটার নিজেদের বেতনের ৫০ শতাংশ অনুদান দিয়েছে। বিসিবি প্রিমিয়ার ক্রিকেটে চুক্তিভুক্ত ক্রিকেটারদের ৩০ হাজার টাকা করে সন্মানী দিচ্ছে। মাশরাফি বিন মর্তুজা, মোসাদ্দেক হোসেন সৈকত, রনি তালুকদার, রুবেল হোসেনরা গরিব, অসহায়দের খাদ্যদ্রব্য দিয়ে সাহায্য করছেন। বিশ্বেও অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে থাকলেও তিনি অসহায়দের সাহায্য করা কথা জানিয়েছেন। নিজের ফাউন্ডেশন ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন। তার ফাউন্ডেশন যৌথভাবে কাজ করবে ‘দ্য ডেইলি স্টার, ঝযবনধ.ীুু এবং সমকালের যৌথ উদ্যোগে চলমান ‘মিশন সেইভ বাংলাদেশ’-এর সঙ্গে। যুক্তরাষ্ট্রের একটি হোটেলে স্বেচ্ছা-আইসোলেশনে থাকা এই অলরাউন্ডার নিজের ফেসবুক পেইজে লিখেছেন, ‘একটি মহামারীকে রুখতে সারা দেশ আজ এক হয়ে লড়ছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষ দিন গুনছে কবে জীবন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এই মানুষগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ পদক্ষেপ নিয়েছে দেশ এবং সারা বিশ্বের বিভিন্ন ব্যক্তি ও সংস্থা থেকে ফান্ড সংগ্রহের।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com