চার মাসের বেতনে ছাড় রোনালদোদের

0

ইতালিয়ান সিরি এ লিগের ক্লাব জুভেন্টাস বেশ অর্থ সংকটে আছে। একদিকে খেলা বন্ধ হয়ে আছে। অন্যদিকে ফুটবলারদের বেতনের চিন্তা করতে হচ্ছে ক্লাব কর্মকর্তাদের। এ অবস্থায় জুভেন্টাসের ফুটবলার এবং কোচ মিলে এক সমঝোতায় এসেছে। মার্চ, এপ্রিল, মে ও জুন মাসের পুরো বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। ক্রিস্টিয়ানো রোনালদো আর আরুন রামসিরা পুরো বেতন না নিলে জুভেন্টাসের প্রায় ৯০ মিলিয়ন ইউরো বেঁচে যাবে। ক্লাবের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘জুভেন্টাসের পক্ষ থেকে ফুটবলার ও কোচকে ধন্যবাদ।’ ইতালিয়ান সিরি এ লিগে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে জুভেন্টাস। অবশ্য মাত্র এক পয়েন্টে পিছিয়ে থেকেই দুয়ে আছে লেজিও।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com