করোনা তহবিলে টালিগঞ্জের তিন সংসদ সদস্যের অনুদান
পশ্চিমবঙ্গে তৃণমূলের তিন তারকা সংসদ সদস্য দেব, মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান এগিয়ে এলেন করোনা মোকাবিলায়।
জি নিউজ জানায়, প্রথমে মুখ্যমন্ত্রীর তহবিলে অনুদান দেন দেব ও মিমি। এরপর সাহায্যের হাত বাড়িয়ে দেন নুসরাত।
শুক্রবার জানা যায়, দেব করোনা মোকাবিলায় ঘাটালবাসীর ১ কোটি রুপি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে তুলে দিয়েছেন। মিমিও ব্যক্তিগতভাবে দিয়েছেন ১ লাখ রুপি।
অন্যদিকে নিজের সাংসদ তহবিল থেকে ৩০ লাখ রুপি ও ব্যক্তিগতভাবে ১ মাসের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছেন নুসরাত।
এ নায়িকার লোকসভা কেন্দ্র বসিরহাটের হাসপাতালগুলোতে কোয়ারেন্টাইন সেন্টার ও আইসোলেশন ওয়ার্ড নির্মাণ, পর্যাপ্ত চিকিৎসা এবং করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য এই টাকা দিয়েছেন বলে জানানো হয়েছে।
ত্রাণ তহবিলে টাকা দেওয়ার পাশাপাশি করোনা ঠেকাতে টালিগঞ্জের তিন তারকা দেব, মিমি ও নুসরাত বিভিন্নভাবে সচেতনতামূলক বার্তা প্রচার করছেন। তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বারবার মানুষকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন। এ ছাড়া বাজারে গিয়ে নির্দেশনাও দেন নুসরাত।