বাংলাদেশ যুবাদের মধ্যে এই ‘দুঃখ’ মাহমুদুলেরই
সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে, ঠিক তখনই সুন্দর ইনিংসটার মৃত্যু—মাহমুদুল হাসান কী আফসোসেই না পুড়েছেন! ক্রাইস্টচার্চে আজ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই টপ অর্ডার ব্যাটসম্যান ৯৯ রানে আউট হয়ে রেকর্ডের এক অধ্যায়ে নামই তুলেছেন।
রেকর্ডের এ অধ্যায়কে অবশ্য ‘দুঃখের অধ্যায়’ বলাই ভালো! যুব ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৯৯ রানে আউট হয়েছেন মাহমুদুল, যুব ওয়ানডে ইতিহাসে যেটি পঞ্চম। নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের দেওয়া ২৪৩ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ যুবারা যে আজ স্বচ্ছন্দেই এগোচ্ছিলেন, সেটিতে বড় কৃতিত্ব মাহমুদুলের। দলকে তিনি নিয়ে যাচ্ছিলেন জয়ের প্রান্তে, আর নিজে এগিয়ে যাচ্ছিলেন বয়সভিত্তিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিটি তুলে নিতে।
১০ চারে ১২৪ বলে মাহমুদুল পৌঁছে গিয়েছিলেন ৯৯ রানে। ৪৬তম ওভারে কিউই পেসার জক ম্যাককেঞ্জির লাফিয়ে ওঠা বলটা পুল করতে গিয়ে ক্যাচ হয়ে গেলেন উইলিয়াম ক্লার্কের হাতে। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়ার হতাশায় মাহমুদুল অনেকক্ষণ মাথা নিচু করে থাকলেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোনো ব্যাটসম্যান হিসেবে প্রথমবারের মতো যে ১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া এই ‘দুঃখ’টা পেলেন তিনি। মাহমুদুলের তিন অঙ্ক ছোঁয়া না হলেও বাংলাদেশ যুবারা হেসেখেলেই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হারিয়েছে নিউজিল্যান্ডকে, জিতেছে ২১ বল ও ৬ উইকেট হাতে রেখে। ওপেনার তানজিদ হাসান করেছেন ৬৫ রান।
পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আপাতত ২-০ ব্যবধানে এগিয়ে। যুব ওয়ানডেতে এ নিয়ে টানা চার ম্যাচ নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ।