‘শুধু ফেসবুকে পোস্ট দিলে মানুষগুলোর ক্ষুধা নিবারণ হবে না’
লকডাউনে সারা শহর। এতে করে সব চেয়ে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষগুলো। খাদ্যের অভাবে অনেকেই ঘর থেকে বাইরে আসতে বাধ্য হচ্ছেন।
তাদ্রে কথাই ভেবে অসচ্ছল মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। গতকাল শুক্রবার রাজধানীর বসুন্ধরা এলাকায় রিকশাচালকসহ নিম্নবিত্ত মানুষদের হাতে এসব পণ্য তুলে দেন তিনি।
অপু বিশ্বাস বলেন, ‘করোনা প্রতিরোধে আমরা সবাই কাজ করছি। কিন্তু করোনার পাশাপাশি এখন ক্ষুধা নিবারণ করা প্রয়োজন। সরকার এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। আমি মনে করি, এখন সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত। শুধু ফেসবুকে পোস্ট দিলে হয়তো মানুষ কিছুটা সচেতন হবেন কিন্তু এই মানুষগুলোর ক্ষুধা নিবারণ হবে না।’
তিনি আরো বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সেই জায়গা থেকে আমি ১০০ জন মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দিয়েছি। কারণ তাদের আয়ের পথ বন্ধ হয়ে গিয়েছে।’