জয়ার আহ্বান

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। প্রতিটি অঙ্গনে এর প্রভাব পড়েছে। স্থবির হয়ে পড়েছে গোটা পৃথিবী। বিশ্বের শোবিজ অঙ্গনের অনেক তারকা এ রোগে আক্রান্ত হয়েছেন। অন্য ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের মতো ঘরবন্দী রয়েছেন দেশের অভিনয়শিল্পীরাও। ঘরে বসেই করোনা সংক্রমণ রোধে নানা সচেতনতামূলক বার্তা দিচ্ছেন। এবার দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান স্বাস্থ্যবিধি মানা ও ঘরে থাকার আহ্বান জানালেন। ইনস্টাগ্রামে একটি স্থিরচিত্র পোস্ট করে জয়া আহসান লিখেন, ‘নিজের পরিবারের সঙ্গে এত দীর্ঘ সময় কাটানোর সুযোগ কি সহজে আসবে? তাই উৎকণ্ঠা সরিয়ে রেখে পরিবারের সঙ্গে আনন্দ করুন, নিজের সঙ্গে থাকুন। যতটা সম্ভব ঘরে থাকুন, স্বাস্থবিধি মানুন।’

বিশ্বের ১৯৯টি দেশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সারা বিশ্বে ২৪ হাজার ৭১ জন মারা গেছে। অন্যদিকে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে মারা গেছেন ৫ জন, আক্রান্ত হয়েছেন ৪৮ জন। সুস্থ হয়েছেন ১১ জন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com