করোনা নিয়ে ব্রাভোর গান
‘আমরা হাল ছাড়ছি না’-করোনাভাইরাস নিয়ে ওয়েস্ট ইন্ডিজ তারকা ডোয়াইন ব্রাভোর নতুন গান। এর আগে চ্যাম্পিয়ন ও এশিয়া গান দুটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল তার। এবার করোনাভাইরাসের ভয়বহতা নিয়ে তৈরি করলেন নতুন গান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে ব্রাভোর গান।
উইন্ডিজ তারকা গানের তালে তালে আক্রান্ত দেশগুলোর জন্য প্রার্থনা করেছেন। তার গানে ফুটে উঠেছে করোনাভাইরাস গোটা পৃথিবীর আতঙ্কের কথাও। এই মহামারী থেকে মুক্তির উপায় এবং সতর্কবার্তাও দিয়েছেন তিনি গানের তালে তালে। গান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাভো লিখেছেন, ‘ভক্তরা আমাকে করোনা নিয়ে গান করতে বলেছিল। সময়টা সবার জন্যই খারাপ। এ সময় আমাদের একসঙ্গে থাকা উচিত। লড়াই করা উচিত এক হয়ে। #আমরা হাল ছাড়ছি না।’ ব্রাভোর গানে বলা আছে বাংলাদেশের কথাও।