অগ্রিম বেতন দিয়ে বিউটি শপ বন্ধ করলেন নিপুণ
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে নিজের পরিচালিত বিউটি শপ বন্ধ ঘোষণা করেছেন নিপুণ। পাশাপাশি কর্মীদের অগ্রিম বেতন পরিশোধ করেছেন বলে জানান জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এ নায়িকা।
এই প্রসঙ্গে নিপুণ বলেন, “আমার প্রতিষ্ঠানে ২৫ জন কর্মী কাজ করেন। এখানে প্রতিদিন প্রচুর মানুষ সেবা নিতে আসেন। একসঙ্গে এত মানুষের আসা যাওয়া বিপজ্জনক। তাই আমি প্রতিষ্ঠানটি আপাতত বন্ধ রাখছি। একই সঙ্গে আমার কর্মীদের কিছু বেতনও দিয়েছি। পাশাপাশি কিছু দরিদ্র মানুষদেরও সহায়তা করেছি।”
সতর্কতা প্রসঙ্গে বলেন, “সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনাভাইরাস আক্রমণ করেছে। অনেক মানুষই এতে আক্রান্ত হয়েছে। এ সময়টা আসলে নিজেকে নিরাপদ রাখার জন্য ঘরে থাকা জরুরি।”
‘সাজঘর’ নায়িকা জানান, কিছুদিন দেশের বাইরে থেকে তার মা, ভাই ও মেয়ে দেশে ফিরেছেন। সবাই নিজেদের স্বেচ্ছাবন্দী রেখেছেন।
২০১৬ সালে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ নামের বিউটি শপ প্রতিষ্ঠা করেন নিপুণ।