বেকার চলচ্চিত্র কর্মীদের ১০০ মিলিয়ন ডলার সহায়তা নেটফ্লিক্সের
‘নেটফ্লিক্স’-এর জনপ্রিয়তা এখন বিশ্বজুড়ে। ১৯৯৭ সালের ২৯ আগস্ট মাসে রিড হ্যাস্টিংস এবং মার্ক রেন্ডোল্ফ দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের স্কটস ভ্যালি শহরে যাত্রা করে অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স। বর্তমানে এটি বিশ্বের অন্যতম প্রধান একটি বিনোদন মাধ্যম।
বিনোদন এই মাধ্যমটি এবার এগিয়ে এলো করোনার প্রভাবে বেকার হয়ে পড়া চলচ্চিত্র কর্মীদের ১০০ মিলিয়ন ডলার সহায়তা দিতে।
সম্প্রতি নেটফ্লিক্সের চিফ কন্টেন্ট অফিসার টেড সারানডোস এক লিখিত বার্তায় এমন তথ্য নিশ্চিত করেছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম এবিসি নিউজ।
তাদের প্রতিবেদনে জানিয়েছে, নেটফ্লিক্সের এই অর্থ বেশিরভাগ ব্যয় করা হবে নিম্ন আয়ের শিল্পী ও প্রোডাকশন কর্মীদের জন্য। যাদের অনেকেই পারিশ্রমিক পেতেন ঘণ্টার হিসেবে বা প্রজেক্ট হিসেবে কাজ করে। এর বাইরে প্রায় ১৫ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে যারা কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন তাদের জন্য। এসব কর্মীদের জন্য জরুরি ত্রাণ সরবরাহ হিসেবে এই অর্থ ব্যয় হবে। এই বিষয়টি বেশ প্রশংসিত হয়েছে বিশ্ব বিনোদন অঙ্গনে। নেটফ্লিক্সের চেয়ে আরও বড় প্রোডাকশন রয়েছে বিশ্ব চলচ্চিত্রে। তাই তারকাদের আহ্বান—সবাইকে এমন অবস্থায় সহযোগিতার জন্য এগিয়ে আসার।