করোনা নিয়ে মিলার গান

0

সারাবিশ্বেই এখন আতঙ্কের নাম করোনা ভাইরাস। বিভিন্ন দেশে আক্রান্ত হয়েছেন তিন লক্ষাধিক মানুষ। এটির প্রভাব পড়েছে বাংলাদেশেও। প্রতিদিন একের পর এক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। মৃত্যুও ঘটছে। আর ঠিক সেই সময়েই এই ভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরি করতে পালা গান নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় পপ গায়িকা মিলা। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তিনি গানটি প্রকাশ করেন। শোনেন শোনেন প্রতিবেশী, শোনেন দিয়া মন/ করোনা
ভাইরাস আতঙ্ক,বাড়ছে সারাক্ষণ।

সচেতন না হইলে, বিপদ আসন্ন/অবহেলা করলে হবে, জীবন বিপন্ন। হাত মিলানো, কোলাকুলি, বন্ধ করা চাই/ বারে বারে হাত ধোয়ার, বিকল্প তো নাই। এমন কথার গান নিয়েই হাজির হয়েছেন তিনি। নিজে সচেতন থেকে ঘরে বসেই এই পালা গানটি করেন
মিলা। গানে তার সঙ্গে সহযোগী হিসেবে ছিলেন মিশা ও আরিফিন। মিলা বলেন, আমার প্রিয় বাংলাদেশের ও আমার ভক্তদের উদ্দেশ্যে সুস্থ ও স্বাস্থ্য সচেতনতার আহ্বান জানিয়ে একজন বাংলাদেশের সংগীতশিল্পী ও নাগরিক হিসেবে দায়িত্ব পালন করার ক্ষুদ্র চেষ্টা করলাম। আমি আশা করি, আমাদের দেশবাসী ও আমার ভক্তরা গানের কথাগুলো মেনে চলবে। এদিকে এর আগে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তাদের মাঝে মাস্ক বিতরণ করেন মিলা। মিরপুর ডিওএইচএস এলাকায় এ কার্যক্রম পরিচালনা করেন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com