ফল বর্জন, ঢাকা -১০ আসনে পুনর্নির্বাচন দাবি রবির

0

ঢাকা-১০ আসনের উপনির্বাচনের ফল বর্জন করেছেন বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি ফলাফল বর্জন করে পুনর্নির্বাচন দাবি করেছেন। শনিবার বিকেলে ভোট গ্রহণ শেষে কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এর আগে শনিবার সকাল সাড়ে ৯টায় ধানমন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটদান শেষে প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগের ‘সন্ত্রাসীরা’ সব কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি প্রার্থী।

করোনা আতঙ্কের মধ্যেও ঢাকা-১০ আসনসহ গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে।

শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় ঢাকা-১০ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com