‘২ ঘণ্টায় ১টি ভোট, ভোটার নেই ১৩ কেন্দ্রে’

0

ভোট শুরুর প্রথম দুই ঘণ্টায় ১৩ কেন্দ্র ঘুরে কোনো ভোটারের দেখা পাননি ঢাকা-১০ উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি। তিনি অভিযোগ করে বলেছেন, একটি কেন্দ্রে আওয়ামী লীগের এজেন্ট ছয়জন। অথচ সেখানে ভোট পড়েছে মাত্র একটি। তিনি বলেন, এজেন্ট হতে হলে তাকে ওই কেন্দ্রের ভোটার হতে হয়। তাহলে কি এজেন্টরাও ভোটার নন?

শনিবার ১১ টার দিকে ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যান শেখ রবিউল আলম। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, প্রথম দুই ঘণ্টায় আমি ১৩টি কেন্দ্র ঘুরেছি। ভোটারের উপস্থিতি নেই, যুবলীগ-ছাত্রলীগ কেন্দ্র দখল করে আছে।

রবিউল আলম বলেন, এই কেন্দ্রে দেখলাম একটি ভোট পড়েছে। অথচ আওয়ামী লীগের অনন্ত ২৫ জনকে ভেতরে দেখলাম। এজেন্ট হতে হলে ভোটার হতে হয়। এখন পর্যন্ত যা দেখলাম এই কেন্দ্রে একটি ভোট পড়েছে, তাহলে কি এজেন্টরাও ভোটার না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনাভাইরাস নয়, ভোটের অব্যবস্থাপনার জন্য ভোটার কেন্দ্রে আসছেন না। ভোট ব্যবস্থা নিয়ে মানুষ আতঙ্কে আছে। গত নির্বাচনে সাত শতাংশ ভোট পড়েছে, দেখানো হয়েছে ২৫ শতাংশ। এবার ০.১ ভাগও কাউন্ট করা যাবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com