করোনা ঝুঁকির মধ্যে প্রহসনের নির্বাচন মেনে নেয়া হবেনা- একরামুল করিম

0

চট্টগ্রাম নাগরিক ঐক্য পরিষদের আহবায়ক বিশিষ্ট রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ একরামুল করিম বলেছেন,  পুরো বিশ্ব যখন যখন করোনা ঝুঁকিতে বন্দরনগরী চট্টগ্রামও এর বাহিরে নয়। ইতোমধ্যে স্কুল, কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন কর্তৃক বিয়ে, সামাাজিক অনুষ্ঠান, ক্রীড়া, ক্লাব, রাজনৈতিক সভা, ধর্মীয় সমাবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ঠিক সেই সময়ে নির্বাচন কমিশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করার জন্য এখনো তৎপর।

তিনি বলেন, চট্টগ্রামেও জনগণের মাঝে করোনা ভাইরাস আতঙ্ক বিরাজ করছে এবং সব জায়গায় জনগণ নিরাপদে থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকেও সতর্কতামূলক প্রচারণা চালাচ্ছে। ভোটারদের মৃত্যুর মুখে রেখে প্রহসনের চসিক নির্বাচন চট্টগ্রামবাসী মেনে নিবে না।


একরামুুল করিম শুক্রবার ২০ মার্চ বিকালে  সংগঠনের কার্যালয়ে চট্টগ্রাম নাগরিক ঐক্য পরিষদের সদস্য সচিব ড. নছরুল কদির এর সঞ্চালনায় আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন এর সমর্থনে বিভিন্ন রাজনৈতিক জোট, পেশাজীবি নেতৃবৃন্দ সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন।  


উক্ত সভায় উপস্থিত ছিলেন- জাতীয় ঐক্য ফ্রন্টের নেতা চাকসু সাবেক জি,এস গোলাম জিলানী চৌধুরী, জাসদ নেতা ডাঃ জবিউল হোসেন, শফিউল আলম খোকন, জাতীয় ঐক্য ফ্রন্টের নাগরিক ঐক্য নেতা মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, আব্দুল মাবুদ, গণফোরাম নেতা মুজিবুল হক, মনছুর আহমদ খাঁন, গিয়াস উদ্দিন, আশরাফুল ইসলাম, এস.এম আবদুল মাবুদ, চট্টগ্রাম ঐক্য নাগরিক পরিষদ ও বিএনপি’র পক্ষে ছিলেন- আহমদ খলিল খাঁন, এডভোকেট মকবুল কাদের, মোঃ এরশাদ উল্লাহ, কর্ণেল (অব:) আজিম উল্লাহ বাহার, মুক্তিযোদ্দা কমান্ডার শাহাবুদ্দিন, আবু মোঃ নিপার, এ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, এ্যাডভোকেট এস,ইউ,এম নুরুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।


বক্তাগণ উল্লেখ করেন- চট্টগ্রামবাসী আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে উৎসবমুখর পরিবেশ হিসেবে গ্রহণ করেছে। কিন্তু করোনা ভাইরাসের কারণে এ উৎসবমুখর পরিবেশ ভীতিকর পরিবেশে রূপ নিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়া কঠিন হয়ে পড়েছে। তাই চসিক নির্বাচন অনতিবিলম্বে স্থগিত করার দাবী জানান। অন্যথায় চট্টগ্রামবাসীকে সাথে নিয়ে সমুচিন জবাব দেয়া হবে।  

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com