ডা: শাহাদাতের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করুন- আমীর খসরু মাহমুদ
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে আইনজীবিসহ সকল পেশাজীবিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, দেশের সকল স্থানীয় পরিষদ নির্বাচনকে আন্দোলন হিসেবে নিয়ে চসিক নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করেছে। তাই মেয়র প্রাথী শাহাদাত হোসেনকে বিজয় করে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি তরান্বিত করতে সর্ব শক্তি দিয়ে এ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।
তিনি মঙ্গলবার (১৭মার্চ) রাতে মেহেদীবাগস্থ ডা. শাহাদাত হোসেনের মিডিয়া সেন্টারে চট্টগ্রাম জেলা আইনজীবিদের এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
আমীর খসরু বলেন, নির্বাচনী মাঠে আইনজীবিদের আরো বেশী কৌশলী ও সক্রিয় হয়ে কাজ করতে হবে। চট্টগ্রামে বসবাসকারী সকল আইনজীবিকে ঐক্যবদ্ধ করে নগরীর ৪১ ওয়ার্ডের প্রতি ওয়ার্ডে বসবাসকারী আইনজীবিদের তালিকা তৈরী করে কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করে কাজ বন্টন করার জন্য তিনি আইনজীবি নেতৃবৃন্দকে পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর,মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য মীর হেলাল, আইনজীবি নেতা এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী,এডভোকেট এসএম বদরুল আনোয়ার, এডভোকেট মফিজুল হক ভুঁইয়া, এডভোকেট নাজিম উদ্দিনচৌধুরী, এডভোকেট এনামুল হক, এডভোকেট আব্দুস সাত্তার সারোয়ার, এডভোকেট কামরুলইসলাম সাজ্জাদ, এডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, এডভোকেট এস ইউ নূরুল ইসলাম, এডভোকেট কাসেম চৌধুরী, এডভোকেট ফৌজুলআমীন চৌধুরী, এডভোকেট মেজবাহ উদ্দিন, এডভোকেট আজিজুল হক চৌধুরী, এডভোকেটসেলিম উদ্দিন শাহীন, এডভোকেট নেজাম উদ্দিন খান।
এদিকে ডা, শাহাদাতহোসেনের নির্বাচন পরিচালনা কেন্দ্রিয় কমিটির সদস্য ও ৪১ ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সাথে সমন্বয় সভা করেছেন কেন্দ্রিয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল মঙ্গলবার রাতে নগরীর মেহেদীবাগস্থ তার বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় নির্বাচনের দিন কেন্দ্রে ব্যাপক হারে ভোটার উপস্থিতি সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি নেতৃবৃন্দকে যার যার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালনের আহবান জানান।
সভায় উপস্থিতছিলেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া, মেয়র প্রার্থী ডা, শাহাদাত হোসেন, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, বিএনপির কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, সাবেক এমপি সারোয়ার জামাল নিজাম, নগর বিএনপির সাধারণসম্পাদক আবুল হাসেম বক্কর, সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।