একজনের জন্মদিবস পালনের জন্য পুরো জাতিকে ভয়ঙ্কর বিপদের মুখে ফেলে দিয়েছে আওয়ামীলীগ
যেহেতু এখন করোনাভাইরাস স্থানীয়ভাবে ছড়াতে শুরু করেছে, সেহেতু এটি জ্যামিতিক হারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় দেশব্যাপী বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেয়া প্রয়োজন। প্রথমত, কোনো স্থানে খুব বেশি মানুষের সমাগম যেন না হয়, সেদিকে স্থানীয় প্রশাসনকে লক্ষ রাখতে হবে। কোনো এলাকায় সংক্রমণের হার বেশি হলে সেই এলাকাকে কঠোর নজরদারির আওতায় আনতে হবে। এক্ষেত্রেও বিশেষভাবে দায়িত্ব পালন করতে হবে স্থানীয় প্রশাসনকে।
প্রয়োজনে বেশি সংক্রমিত এলাকাগুলো লকডাউন করার কথা ভাবতে হবে। যারা হোম কোয়ারেন্টিনে থাকবেন, তাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া উচিত নয়।
তবে আমরা মনে করি, মানুষ সচেতন ও সতর্ক থাকলে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। বরং মানুষ আতঙ্কগ্রস্ত হলেই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা থাকে। যেহেতু রোগটি প্রাণঘাতী হয়ে দেখা দিয়েছে, সেহেতু এ ব্যাপারে আমাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে অবশ্যই। তবে করোনাভাইরাস প্রতিরোধে যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হলে এ নিয়ে জনমনে উৎকণ্ঠার কোনো কারণ ঘটবে না বলেই আমাদের বিশ্বাস।