কোভিট- ১৯ জনসচেতনতা সৃষ্টিতে যুবদলের লিফলেট বিতরন অব্যাহত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গত কয়েক দিনের মত তাদের চলমান কোভিট- ১৯ এর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে, ১৮ মার্চ ২০২০ যুবদল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ব্যাবস্থাপনায় রাজধানীর তুরাগ থানার কামারপাড়া থেকে জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ কর্মসূচী শুরু করে এলাকার বিভিন্ন বাজার, দোকান বিভিন্ন প্রতিষ্ঠান ও চলমান মানুষের মাঝে বিতরন করেন।
কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি আব্দুল বাতেন শামীম, বিশেষ অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন জুয়েল, থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ খোকা, যুবদল তুরাগ থানার সভাপতি আলমাস আলী, সাধারণ সম্পাদক মামুন পারভেজ সহ যুবদলের সর্ব স্তরের নেতৃবৃন্দ।
ঢাকা মহানগর দক্ষিণঃ সূত্রাপুর, কোতয়ালী, ওয়ারী ও বংশাল এলাকায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরীফ হোসেন, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক আরটি মামুন, মহানগর যুবদল নেতা জাভেদ কামাল রুবেল এর নেতৃত্বে উল্লেখিত থানা সমূহের বিভিন্ন স্পটে করোনা ভাইরাস কে প্রতিরোধ করার সচেতনা মূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় সংশ্লীষ্ট থানা সমূহের যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক,
(কামরুজ্জামান দুলাল)
দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক)
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।