মোদির উদ্যোগ প্রশংসনীয় : কর্নেল অলি

0

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতপ্রায় সার্ককে উজ্জীবিত করার যে উদ্যোগ নিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

বুধবার (১৮ মার্চ) এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

কর্নেল অলি বলেন, উপমহাদেশের দেশগুলোকে এগিয়ে নিতে ভারতকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। পরস্পরের মধ্যে আস্থা ও বিশ্বাস অর্জনের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সবার মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রীর এ উদ্যোগ সার্কভুক্ত দেশের উন্নয়নের পথ সুগম করবে। পরস্পরের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যেতে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত ও ত্বরান্বিত করতে হবে।

তিনি নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে বলেন, আপনার উদ্যোগ সফল হোক এবং মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হোক। উপমহাদেশের রাজনীতিতে জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com