জয় নিয়ে ঘরে ফিরব : রবি
ঢাকা-১০ আসনে উপনির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত মন্তব্য করে বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, জনগণ অধীর আগ্রহে ভোটের দিনের জন্য অপেক্ষা করছে। তারা ধানের শীষে ভোট দিয়ে এ সরকারের দুঃশাসনের জবাব দেবে। আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব।
নির্বাচনী শোডাউনের শেষ দিন বুধবার (১৮ মার্চ) বাংলামোটরের শেষ সমাবেশে এ কথা বলেন তিনি।
এর আগে নির্বাচন কমিশন থেকে প্রার্থীদের পাঁচদিন করে বড় আকারের শোডাউন করার অনুমতি দেয়া হয়। সে হিসেবে আজ ছিল বিএনপি প্রার্থী শেখ রবিউল আলমের শেষ নির্বাচনী শোডাউন। এদিন সকাল-বিকাল দুই দফায় দলীয় নেতাকর্মীদের নিয়ে ধানমন্ডি-১৫, ঝিগাতলা, বিজিবি গেট, এলিফ্যান্ট রোড, বাটা সিগন্যাল, বাংলামোটর, ফ্রি স্কুল স্ট্রিট, পাস্থপথ, গ্রিনরোড, সাইন্সল্যাব, নিউমার্কেট এলাকায় ব্যাপক শোডাউন করেন ধানের শীষের প্রার্থী।
এ সময় ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি বিএনপি নেতাকর্মীরা করোনা ভাইরাস বিষয়ে জনসচেতনতামূলক লিফলেটও বিতরণ করেন। মিছিলে তারা সরকারের বিরুদ্ধে নানা স্লোগানের পাশাপাশি দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও মুক্তি দাবি করেন।
শোডাউনে প্রকৌশলী ইশরাক হোসেন, হাজারীবাগ থানা বিএনপির সভাপতি মজিবুর রহমান মজু, ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাবিরুল হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন সৈকত, ধানমন্ডি থানা শ্রমিক দলের সভাপতি আবু কায়সার, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান মনিরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।