করোনার ভয়ে স্বেচ্ছা আইসোলেশনে জিৎ-মিমি

0

সাত দিনের জন্য আইসোলেশনে গেলেন কলকাতার দুই সিনে তারকা মিমি চক্রবর্তী ও জিৎ। ব্রিটেন থেকে ফিরে এই সিদ্ধান্ত নেন তারা।

মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারকা সাংসদ মিমি চক্রবর্তী বলেন, “যেহেতু ব্রিটেন থেকে আসছি তাই বাড়ি ফিরে সাত দিনের জন্য নিজেকে আইসোলেশনে রাখব। বাবা-মাকেও ফোন করে আমার সঙ্গে দেখা করতে আসতে বারণ করেছি। আমার বাবার বয়স ৬০ বছরের ওপরে।”

জিৎ বলেন, “ওখানে কাজ করতে অসুবিধে হচ্ছিল না। কিন্তু ভারত সরকারের নির্দেশ মেনেই ফিরে আসা। সবার আগে পৃথিবী সুস্থ হোক। বাকি কাজ তো চলতেই থাকবে। সবাই নিরাপদে থাকুন।”

ভারত সরকারের পক্ষ থেকে ১৮ মার্চের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, ব্রিটেন থেকে সকল নাগরিককে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। অগত্যা শুটিং বাতিল করে দেশে ফিরলেন টিম ‘বাজি’।

এ দিকে ‘কাকাবাবু’র শুটিংয়ের জন্য দক্ষিণ আফ্রিকায় ছিলেন সৃজিত-প্রসেনজিৎ। তারাও বুধবার ফিরে আসছেন কলকাতায়। অন্যদিকে নিরাপত্তার বুধবার থেকে ৩০ মার্চ পর্যন্ত টালিগঞ্জের সমস্ত শুটিং বন্ধ থাকবে।

বুধবার সকালে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৭। ইতিমধ্যেই দেশটিতে ৩ জনের মৃত্যু হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com