মৌসুমীর একাধিক
চলচ্চিত্রের প্রিয়দর্শিনীখ্যাত মৌসুমী এখনো দর্শকের কাছে সমান জনপ্রিয়। সবশেষ ‘রাত্রির যাত্রী’ ছবিতে তাকে দর্শকরা বড়পর্দায় পেয়েছেন। এরপর পরিচালক মির্জা সাখাওয়াত হোসেনের ‘অর্জন ৭১’ ছবির কাজ করেন তিনি। সম্প্রতি মৌসুমী অভিনীত ‘সৌভাগ্য’ নামের ছবি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ডিপজল। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা এফ আই মানিক। যত তাড়াতাড়ি সম্ভব ছবিটি মুক্তি দিতে চান নির্মাতা। বিজ্ঞাপন ও চলচ্চিত্রের একাধিক কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত আছেন মৌসুমী।
তিনি বলেন, ‘সৌভাগ্য’ ছবির কাজ অনেক আগেই শেষ করেছি। ভালো গল্পের সিনেমা এটি। আমি ছাড়াও অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী এ সিনেমায় অভিনয় করেছেন। এ ছবির বাইরে সম্প্রতি সালমান হায়দারের পরিচালনায় ‘শেখ রাসেলের আর্তনাদ’ নামে শিশুতোষ চলচ্চিত্রের কাজ নিয়ে কথা চলছে। এরইমধ্যে লুক টেস্ট হয়েছে। এতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা চরিত্রে আমার অভিনয় করার কথা রয়েছে। সেই অনুযায়ী লুক টেস্টও সম্পূর্ণ হয়েছে। সব ঠিক থাকলে সামনে এর কাজ শুরু হবে। আশা করি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে করতে যাওয়া এ কাজটি দর্শকরা পছন্দ করবেন। এদিকে মৌসুমী অভিনীত ‘সৌভাগ্য’ ছবিটি মনোয়ার হোসেন ডিপজলের নিজস্ব প্রযোজনা সংস্থা অমিবনি কথাচিত্রের ব্যানারে নির্মিত হয়েছে। এতে আরো অভিনয় করেছেন কাজী মারুফ, তমা মির্জা, নবাগতা তন্দ্রা, আন্না, আনোয়ারা, সুব্রত, মিজু আহমেদ, ডি জে সোহেল প্রমুখ। এর আগে ২০১৭ সালের শেষদিকে মুক্তি পায় ডিপজল-মৌসুমী অভিনীত চলচ্চিত্র ‘দুলাভাই জিন্দাবাদ’। ছবিটি পরিচালনা করেন দর্শকপ্রিয় নির্মাতা মনতাজুর রহমান আকবর। মৌসুমী বর্তমানে প্রতি রোববার সন্ধ্যায় এবিসি রেডিওতে প্রচারিত ‘ড্রিংকো ফ্লোট প্রেজেন্টস মৌসুমী হাওয়া’ নামের শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এছাড়া এ বছরের শুরুতে মালয়েশিয়ায় রাজ কামাল গুঁড়া মসলার একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন তিনি। এটি পরিচালনা করেছেন রিপন নাথ। আর কয়েকদিন আগে ইউরো এগ্রো পণ্যের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন মৌসুমী। এটি পরিচালনা করেছেন দেবাশীষ সরকার।