সরকারের ইচ্ছা ব্যতীত খালেদা জিয়ার মুক্তি জামিনে কোনোদিনই হবে না: মওদুদ

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব‌্যা‌রিস্টার মওদুদ আহ‌মেদ বলেছেন, ‘সরকারের ইচ্ছা ব্যতীত বেগম খালেদা জিয়ার মুক্তি জামিনে কোনোদিন হবে না। সরকার যদি ইচ্ছা করেন আদালত তাঁকে জামিন দিয়ে দিবে। কারণ আদালত এখন আর স্বাধীন নাই। সরকারের ইচ্ছায় চ‌লে।’

শুক্রবার (৬ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা ফোরাম আয়োজিত মতবিনিময় সভা তিনি এ কথা বলেন। 

ব্যারিস্টার মওদুদ আহমেদ, ‘এখন বিকল্প হলো আন্দোলন। আমি বিশ্বাস করি- আন্দোলন হবে। কারণ, বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রিয়, স্বাধীনতা প্রিয়। আজকে সকল গণতান্ত্রিক, দেশপ্রেমিক, রাজনীতিক ও সামাজিক শক্তি সমুহকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে।’

পিরোজপুরের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা চলে যাওয়ার পর গত ১১ ডিসেম্বর যে গেজেট প্রকাশ করা হয়েছে সে গেজেট অনুযায়ী বিচার বিভাগকে, নিন্ম আদালতকে প্রশাসনের অধস্তন করা হয়েছে, একেবারে লিখিতভাবে আইন করে। এখন নিম্ন আদালত প্রশাসনের অধীনে অর্থাৎ রাজনৈতিক  ইচ্ছায় চলে।’

বিএনপির এ নেতা বলেন, ‘আমার কাছে সবচেয়ে বেদনার ১১ বছরে একটা রায়ও উচ্চ আদালত বা নিন্ম আদালত থেকে আমাদের দ্বিতীয় শ্রেণির নেতা রিলিফ পায় নাই।’

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘দেশে কোনও রাজনীতি নাই। রাজনীতি বলতে যেটা বুঝায় সে রাজনীতি নাই। এ সরকার বিরাজনীতিকরণ করেছে। অথচ রাজনীতি ছাড়া কোনও রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্র মানেই রাজনীতি। রাজনীতি মানেই রাষ্ট্র। আজকে সে রাজনীতি বাংলাদেশের মাটি থেকে বিলীন করে দেয়ার চেষ্টা চলছে শুধু মাত্র ক্ষমতার লোভে ক্ষমতার স্বার্থে।’

সংগঠনের সভাপতি আবু নাসের রহমতুল্লাহর সভাপতিত্বে ‘নাগরিক অধিকার, ন্যায় বিচার এবং বেগম খালেদা জিয়া’ শীর্ষক মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, গণফোরামের আব্দুল্লাহ আবু সাইয়্যেদ প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com