দেশে আইনের কোনো শাসন নেই : মির্জা ফখরুল
পিরোজপুরের সাবেক এমপির দুর্নীতির মামলায় জামিন আদেশ নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা আবারো প্রমাণ করেছে সরকার উলঙ্গভাবে বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার (৪ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি বলেন, এই ঘটনায় প্রমাণ করে যে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে সরকার, এটাই তার প্রমাণ। কারণ পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতিকে দুদকের মামলায় জামিন বাতিল করা হয়। তখন সাথে সাথে কি অবস্থার সৃষ্টি করেছে এবং আদালতকে জামিন দিতে বাধ্য করা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, এই ঘটনায় প্রমাণ করে ফেলেছে যে এই দেশে আইনের কোনো শাসন নেই। এখানে বিচার বিভাগকে স্বাধীন নয় তা আরেকবার প্রমাণিত হলো।
এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, মোদি এর আগেও সফর করেছেন, কিন্তু ভারতে এনআরসি নিয়ে যে সঙ্কট ও সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হয়েছে সে প্রেক্ষাপটে জনগণের প্রবল বিরোধিতা থাকা সত্ত্বেও মোদির ঢাকা সফর কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন রয়েছে।