বেগম জিয়ার খারাপ কিছু হলে বিচারপতিরা দায় এড়াতে পারেন না: ডা. জাফরুল্লাহ

0

বিচারপতিরা মানবিক দৃষ্টিতে বেগম জিয়ার অসুস্থতার বিষয়টি দেখেন নি বলে জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে সোমবার (০২ মার্চ) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, তাদের বোঝা উচিত, বেগম জিয়ার মেডিকেল রিপোর্ট ছিলে সরকার নির্দেশিত। এ অবস্থায় তার খারাপ কিছু হলে বিচারপতিরা দায় এড়াতে পারবেন না।

এসময় তিনি আরো বলেন, বিচারপতিরা বছরে ৪ থেকে ৫ মাস ছুটি কাটান। এটা স্বাভাবিক বিষয় নয়। এত ছুটি এদেশে আর কেউ কাটায় না। এরই মাঝে আগামী ৬ মার্চ কর্মদিবসে বিচারপতিরা গোপালগঞ্জে যাবেন বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে।

ছুটির দিনে না গিয়ে তারা আরেকটি কর্মদিবসের অপব্যবহার করতে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com